X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণকারী কোম্পানির ওপর কর আরোপের সুপারিশ সিপিডির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২৩:১৯আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:১৯

পরিবেশ দূষণকারী কোম্পানিগুলোর ওপর আলাদা কর আরোপের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১০ মার্চ) প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই পরামর্শ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠানটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস মুনতাসির কামাল।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনা সভায় এনবিআর কর নীতি সদস্য মো. আলমগীর হোসেন, শুল্ক নীতির সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া এবং ভ্যাট নীতির সদস্য মাসুদ সাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও অংশ নেয় বৈশ্বিক পেশাজীবী সেবা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস প্রাইভেট লিমিটেড (পিডব্লিউসি) বাংলাদেশ।

রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মুনতাসির কামাল বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে দেশ থেকে বিদেশে অর্থপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, ‘ট্রান্সফার প্রাইসিং সেল কার্যকর করতে হবে। ট্রান্সফার প্রাইসিং সেল যদি কার্যকর হয় তাহলে মানি লন্ডারিংয়ের সুযোগ কমে আসবে। মনিটরিং ব্যবস্থা থাকলে অর্থপাচারের প্রবণতাও কমে আসবে।’

সিপিডির এই প্রতিনিধি বলেন, ‘করোনা মহামারি থেকে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে যে কর সুবিধা দেওয়া হয়েছিল, তা আরও এক বছর বহাল রাখা উচিত।’

প্রাইস ওয়াটারহাউস কুপারস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ বলেন, ‘যেসব বৈদেশিক কোম্পানি অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তাদের ওপর করারোপের ব্যবস্থা করতে হবে।’

এছাড়া দেশে ডিজিটাল সিস্টেমের উন্নয়নের স্বার্থে যেসব তথ্য প্রযুক্তি উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে কাজ করছে, গত অর্থবছর পর্যন্ত তাদের ওপর কর ছিল না জানিয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে তাদের ওপর করারোপ করা হয়েছে। দেশের ডিজিটাল উন্নয়নের স্বার্থে  আগামী বাজেটে তাদেরকে কর অব্যাহতি দেওয়া হোক।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব আদায়ে আমরা এখনও  প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছি।  ভ্যাট, ট্যাক্স আদায় বাড়ানোর জন্য সব ধরনের কর আদায়ে ডিজিটাল পদ্ধতি চালু করার চেষ্টা করছি। এমনকি আমরা হোল্ডিং ট্যাক্সও ডিজিটাল সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করছি।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!