X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

থমকে আছে মাইক ব্যবসা

জুবায়ের আহমেদ
১২ নভেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:০৮

করোনার কারণে দীর্ঘ সময় নেই প্রোগ্রাম। ফলে আয় না থাকায় অনেকটাই পথে বসার উপক্রম মাইক ব্যবসায়ীদের। মাইক ব্যবসায়ীরা জানান, দেশের প্রায় ১ লাখ মাইক ব্যবসায়ী এবং তাদের ৪ লাখ কর্মচারী এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। অর্থ কষ্টে মালিকদের অনেকে দিতে পারছেন না দোকান ভাড়া। অব্যহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।

মাইক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকেই ভ্যানে করে কাঁচামাল বিক্রি শুরু করেছেন। এমনই একজন আকমাম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যবসা পরিস্থিতির কথা বলতে গেলে তো ভাষা হারিয়ে ফেলি। গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে ৫-৭ লাখ টাকা আনলাম, ব্যবসা শুরু করলাম। গত দুই আড়াই বছর ধরে বসে আছি। আগে বড় বড় প্রোগ্রাম পাইতাম। এখন পরিস্থিতি এমন যে শুধু দোকান ভাড়াই দুই আড়াই লাখ টাকা বাকি পড়ে গেছে। না পারছি মালগুলো বিক্রি করতে, না পারতাছি কোনও প্রোগ্রাম ধরতে। এখন পথে বসার দশা।’

দোকানের কর্মচারীরা আরও আগে কাজ ছেড়ে চলে গেছেন উল্লেখ করে আকমাম হোসেন বলেন, ‘৯ জন ছিল কর্মচারী। তারা সবাই চলে গেছেন। একজনের বেতন দিতে পারছি। বাকিদের বেতন দিতে পারিনি। তাদের বলেছি, কাজ হলে দিয়ে দেবো।’  সামনে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তেমন কোনও পরিকল্পনা নেই। তাকিয়ে আছি, কেউ যদি সাহায্য সহোযোগিতা করে। যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করে। এখন সংসার চালানোর জন্য কাঁচামালের ব্যবসা করছি। কোনও দিন ৫০০, কোনও দিন ৩০০ টাকা রোজগার হয়। তাই দিয়ে কোনও রকম টিকে আছি।’   

মিরপুরের রাজ ডেকেরশনের মালিক আবদুল কুদ্দুস রনি বলেন, ‘করোনার আগে যে রকম ব্যবসা ছিল, এখন আর তা নেই। এখন মানুষ ওইভাবে আসে না, টুকটাক কিছু অনুষ্ঠান হয়, তা দিয়ে চলে না।’

তিনি বলেন, ‘আমার ১ কোটি টাকার ব্যবসা। করোনার আগে এ রকম দিন গেছে, দিনে ৫০ হাজার টাকার প্রোগ্রাম করতাম। গড়ে ৮-১০ লাখ টাকার কাজ পেতাম মাসে। এখন ১০ টাকাও ইনকাম নেই। মুজিববর্ষ উপলক্ষে নতুন করে ৩০ লাখ টাকার মাল কিনেছিলাম, এগুলো পড়ে নষ্ট হচ্ছে।’

দোকানের কর্মচারীদের কথা জিজ্ঞেস করলে আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার দোকানে ২০ থেকে ১৮ জন কর্মী ছিল। প্রত্যেককে ১৫-২০ হাজার করে দিতাম। করোনা শুরু হওয়ার দুই মাস পর থেকে সবাইকে বিদায় দিতে হয়েছে। এখন কেউ অটোরিকশা চালান, কেউ বাসে হেলপারি করেন, আবার কেউ গ্রামে গিয়ে মাঠে কাজ করছেন।’

সাইফুল নামের এক মাইক কর্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লকডাউন শুরু হওয়ার পর আর রাখতে পারেনি মালিক। তাই চাকরি ছেড়ে এখন অটোরিকশা চালিয়ে জীবকা নির্বাহ করছি।’ 

আবার মাইকের পেশায় ফিরতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফিরে তো যেতে চাই। এই কাজটাই ভালো পারি।’

বুধবার (১০ নভেম্বর) মাইক ব্যবসায়ীদের বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশে মাইক মালিক ব্যবসায়ী সমিতি। সেখানে তারা জানায়, বিগত দুই বছর করোনা মহামারির কারণে এক লাখ মালিক ও ৪ লাখ কর্মচারী কাজ না থাকায় আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন। করোনাকলে অনেকে সরকারি প্রণোদনা পেলেও মাইক মালিক সমিতি সম্পূর্ণভাবে বঞ্চিত।

এ সময় তারা সরকার থেকে ক্ষতিগ্রস্ত মাইক মালিক ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে আর্থিক প্রণোদনা প্যাকেজ এবং স্বল্প মুনাফায় একশ’ কোটি টাকা ঋণ সহায়তা প্রদানের দাবি করেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’