X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কাঁচা চামড়া ঢোকেনি, হাজারীবাগ পুলিশি পাহারায়

শফিকুল ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩

হাজারীবাগ

সরকারের কঠোর মনোভাবের কারণে ১ ফেব্রুয়ারি বুধবার কোনও কাঁচা চামড়া ঢোকেনি রাজধানীর ট্যানারি পল্লী হাজারীবাগে। ট্যানারি সরিয়ে নেওয়ার জন্য এর মালিকদের একের পর এক আল্টিমেটাম দিয়েও কাজ না হওয়ায় সর্বশেষ ৩১ জানুয়ারির পর থেকে এই এলাকায় কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্যানারি উচ্ছেদ কার্যকর করতে হাজারীবাগ এলাকা এখন আছে পুলিশি পাহারায়। আগামীতেও এই পাহারা অব্যাহত থাকবে। 

সরকারের কঠোর মনোভাব দেখে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) পক্ষ থেকে আগেভাগেই তাদের সদস্যদের জানিয়ে দেওয়া হয়, সরকারের বেঁধে দেওয়া সময়ের (৩১ জানুয়ারি) পর কেউ যেন কাঁচা চামড়া নিয়ে হাজারীবাগে প্রবেশ না করে। আজ সে নির্দেশ অমান্য করার সাহস দেখাননি কোনও ট্যানারি মালিক।

সরকারি আদেশ ও অ্যাসোসিয়েশনের নির্দেশ অনুযায়ী, ব্যবসায়ীরা কেউ চামড়া নিয়ে হাজারীবাগে যায়নি। সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী, সমিতি নেতা এবং শিল্প মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে একথা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, '৩১ জানুয়ারির পর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত সরকারি আদেশ শতভাগ মেনে চলা হয়েছে। তবে পরবর্তীতে যেন কেউ কাঁচা চামড়া নিয়ে হাজারীবাগে ঢুকতে না পারে সেজন্য দিনরাত ২৪ ঘণ্টা নজর রাখবে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই পাহারা।

অন্য এক প্রশ্নের জবাবে শিল্প সচিব বলেন, 'ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে কাঁচা চামড়া ঢোকানোর অনুমতি দিতে বিষয়টি আবারও বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল। তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আর কোনো বিবেচনা নয়। সরকারি সিদ্ধান্ত শতভাগ মেনে চলতে হবে।' কেউ তাতে ব্যর্থ হলে তাকে ব্যবসা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

পরিবেশ দূষণসহ বিভিন্ন কারণে হাজারীবাগের সব ট্যানারি সাভারে সরিয়ে নিতে ২০০৩ সালে চামড়া শিল্পনগর প্রকল্প গ্রহণ করে সরকার। সেই থেকে বারবার উদ্যোগ নিলেও ট্যানারি মালিকদের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছিল না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে হাজারীবাগের কোনও কারখানায় আর কাঁচা চামড়া ঢুকবে না। কেউ যেন হাজারীবাগে চামড়া নিয়ে না যান সেজন্য আমরা আগেভাগেই সব সদস্যকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।'

বিটিএ সভাপতি আরও জানান, সমিতির সব সদস্যকে সাভার শিল্পনগরীর কারখানায় কাঁচা চামড়ার প্রক্রিয়াজাতকরণ চালু না হওয়া পর্যন্ত হাজারীবাগের বাইরে কোথাও রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, ২০০৯ সাল থেকে দফায় দফায় দিনক্ষণ চূড়ান্ত করা হলেও বেশিরভাগ ট্যানারি এখনও হাজারীবাগ ছাড়তে পারেনি। এ কারণে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি চামড়া শিল্প কারখানা (ট্যানারি) স্থানান্তরের কড়া নির্দেশ দেওয়া হয়েছিলো।

নির্ধারিত সময় পেরিয়ে আরও ১৫ দিন শেষ হলেও এলাকা ছাড়েননি বেশিরভাগ ট্যানারি মালিক। তাই এ খাতের দুই সংগঠনের সঙ্গে ফের বৈঠক করে ৩১ জানুয়ারির মধ্যে কারখানার ওয়েট ব্লু অংশ এবং ৩১ মার্চের মধ্যে পুরো কারখানা স্থানান্তরের নতুন সময় বেঁধে দেয় শিল্প মন্ত্রণালয়।

সবশেষ হিসেবে সাভার শিল্পনগরীতে জমি বরাদ্দ নিয়েছে হাজারীবাগের ১৫৪টি ট্যানারি। এর মধ্যে এ পর্যন্ত ৮৬টি প্লটে ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আরও ৩৫টি প্লটে ভবন নির্মাণের কাজ চলছে।

ইতিমধ্যে সাভারে ৩৭টি ট্যানারি কারখানা চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেছে। এর মধ্যে স্থানান্তরিত কারখানার মধ্যে ৫২টি কারখানা ট্যানারি ড্রাম স্থাপন করতে পেরেছে। আর কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম অংশের কাজ শুরু করতে পেরেছে ৪৩টি কারখানা। সাভারে ৩৫টি ট্যানারি স্থায়ী বিদ্যুৎ সংযোগ পেয়েছে এবং ৬১টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোজনের জন্য আবেদন করেছে।

/এসআই/জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড' পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড' পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল