X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভ্যাট অনার কার্ড পাচ্ছেন ৩৫ হাজার করদাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৮

জাতীয় রাজস্ব বোর্ড নিয়মিত ভ্যাটদাতাদের  এবার  ‘ভ্যাট অনার কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  জাতীয় ভ্যাট দিবসে এ কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে ৩৫ হাজার ভ্যাটদাতাকে এই সম্মাননা কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ১৯ নভেম্বর এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান নিয়মিত ভ্যাট প্রদানকারীদের ভ্যাট অনার কার্ড দেওয়ার ঘোষণা দেন। ওইদিন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি)এর ভবনে ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এই ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই ‘ভ্যাট অনার কার্ড তৈরির প্রস্তুতি শুরু করে এনবিআর।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্যাট অনার কার্ড হবে প্লাস্টিকের। সাদা কার্ডের এক পাশে সাদা-কালো প্রিন্টে মৌলিক তথ্য যেমন- ওয়েব অ্যাড্রেস, কল সেন্টার নম্বর, সাপোর্ট ই-মেইল থাকবে। অন্য পাশ হবে রঙিন। চার রঙে প্রিন্ট করা অংশে করদাতা প্রতিষ্ঠানের নাম, কার্ড নম্বর এবং কার্ডের মেয়াদ উল্লেখ থাকবে। কার্ডের মেয়াদ হবে পরবর্তী একবছর, অর্থাৎ ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। এই কার্ডধারীরা আইনগত, সামাজিক, ডিসকাউন্ট ও প্রিভিলেজ সুবিধা পাবেন। কার্ড প্রাপ্তির চার থেকে চার মাসের মধ্যে তারা এসব সুবিধা পাবেন।
জানা গেছে, ভ্যাট অনার কার্ডধারী করদাতারা ব্রান্ডেড শপ, রেস্তোরাঁ, হোটেল, চেইনশপ, বাস ও বিমান টিকিট, বেসরকারি হাসপাতাল ইত্যাদিতে ১০%-১৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়া, এয়ারপোর্টে আলাদা কাস্টমস গ্রিন চ্যানেল, আলাদা ইমিগ্রেশন কাউন্টার, ব্যাংকে আলাদা কাউন্টার, সরকারি হাসপাতালে কেবিন ও ট্রেনের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। প্রতি জেলায় সম্মানিত ব্যক্তির তালিকায় স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা দাওয়াত পাবেন। ভ্যাট, কাস্টমস ও আয়কর অফিসের সেবার ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পাবেন।

নিয়মিত করদাতাদের তথ্যের তালিকা দিতে ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশে ৮৪টি ভ্যাট বিভাগ ও ২৫২টি সার্কেলে চিঠি দেওয়া হয়েছে।২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মোট ১২ মাসে যেসব ভ্যাট নিবন্ধিত করদাতা নিয়মিত ১২টি দাখিলপত্র জমা প্রদান করেছেন, তাদের এই কার্ড দেওয়া হবে।

সূত্র জানায়, বর্তমানে ৩৬ হাজার ৮৫৮টি প্রতিষ্ঠান নিয়মিত দাখিলপত্র প্রদান করে। সেই হিসাব ধরে ৪০ হাজার কার্ড প্রিন্ট করার প্রস্তুতি নেবে এনবিআর। প্রতি কার্ডে খরচ পড়বে ৩৭ টাকা ৫০ পয়সা।

এ প্রসঙ্গে এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক মো. রেজাউল হাসান বলেন, ‘যারা অনলাইনে ১২ মাস রিটার্ন সাবমিট করবেন, তাদের একটি ভ্যাট অনার কার্ড প্রদান করা হবে।’ তিনি বলেন, ‘এই কার্ড থাকলে হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হবে না। ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার ও চিকিৎসার ক্ষেত্রে  ডিসকাউন্ট পাবেন। ট্রেনের টিকিট পেতে সুবিধা, সুপারমলে কেনাকাটায় ডিসকাউন্টসহ আরও বেশ কিছু ক্ষেত্রে এই কার্ডধারীরা সুবিধা পাবেন।’ তিনি আরও বলেন, ‘এবছর অন্তত ৩০ থেকে ৩২ হাজার ভ্যাট অনার কার্ড দেওয়া হবে।’

আরও পড়ুন: 
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: বাচ্চুকে দুই বিষয়ে জিজ্ঞাসা দুদকের

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত