X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বিজ্ঞাপন দিয়ে দুঃখ প্রকাশ

আরসিবিসি’র কিছু অসৎ কর্মকর্তার কারণে রিজার্ভ চুরি

গোলাম মওলা
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৮

রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি) দুঃখ প্রকাশ করেছে দেশটির সাধারণ মানুষের কাছে। ফিলিপাইনের স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায়  ‘দুঃখ প্রকাশ’ শিরোনামে বিজ্ঞাপনও দিয়েছে তারা। ওই বিজ্ঞাপনের কপি বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা সার্বক্ষণিক ভূমিকা রাখছেন, বাংলা ট্রিবিউনকে তিনিই এই তথ্য জানিয়েছেন।

রিজাল ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স জর্জ ডেলা কুয়েস্তা মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংককে দায়ী করার পর কেন্দ্রীয় ব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিঠ বাঁচানোর কৌশল হিসেবে রিজল ব্যাংক এ ধরনের বিবৃতি দিয়েছে।’

নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘বিবৃতি দিয়ে টাকা ফেরত আটকানো যাবে না। রিজাল কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের টাকা ফেরত দিতে বাধ্য। কারণ, ফিলিপাইনের আদালতই রিজাল কমার্শিয়াল ব্যাংককে দায়ী করেছে। এই ঘটনায় রিজাল ব্যাংককে ২০ কোটি ডলার জরিমানাও করেছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। সে দেশের সাধারণ মানুষও বিশ্বাস করে যে, চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তারা জড়িত।’ তিনি উল্লেখ করেন, ‘এমন অবস্থায় আরসিবিসি তার গ্রাহকদের আস্থা ফেরাতে দেশটির সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছে। আরসিবিসি’র দুঃখ প্রকাশ করা সেই বিজ্ঞাপনের একটি কপি এখন বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘‘বিজ্ঞাপনটিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সম্পৃক্ততার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘আরসিবিসি’র কিছু অসৎ কর্মকর্তার কারণে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ ওইসব অসৎ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।’’

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জানান, বিজ্ঞাপনটিতে আরসিবিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সব সিস্টেমকে ঢেলে সাজাচ্ছি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আমরা সর্তক থাকছি।’

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত হিসাবগুলোর লেনদেনে বিভিন্ন গুরুতর অনিয়ম পাওয়ায় আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জরিমানা (এক বিলিয়ন পেসো বা আনুমানিক ২১ মিলিয়ন ইউএস ডলার) করেছে। এই বক্তব্য থেকে রিজার্ভ চুরির ঘটনায়  আরসিবিসি ব্যাংকের জড়িত থাকা ও গুরুতর অনিয়ম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দাবি আরও সুস্পষ্ট হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ‘চুরির টাকা আজ  হোক কাল হোক বাংলাদেশকে ফেরত দিতেই হবে। কোনোভাবেই আরসিবিসি টাকা না দিয়ে পার পাবে না।’

তিনি দাবি করেন, ‘টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় সব এভিডেন্ট (প্রমাণ) রয়েছে। যা অচিরেই আদালতে যাবে। স্বাভাবিক প্রক্রিয়ায় আরসিবিসি টাকা ফেরত না দিলে মামলা করবে বাংলাদেশ। এ জন্য সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা চলছে।’

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করছে চারটি সংস্থা- বিশ্বব্যাংক, এপিজি, এগমন্ট গ্রুপ ও ইন্টারপোল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেই এই চারটি সংস্থাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হলো, ফিলিপাইনের আদালতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাত জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে সেদেশের বিচার বিভাগ। বিভিন্ন পক্ষের তদন্ত শেষে ১৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার (১২০ কোটি ৬৪ লাখ টাকা) ফেরত দেওয়ার জন্য ফিলিপাইনের আদালত আদেশ দিয়েছে। এর ফলে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। অবশ্য এ পর্যন্ত দেড় কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। তবে বাকি অর্থ দিতে নারাজ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ইউএস ডলারের মধ্যে ৪ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪৮৮ দশমিক ২৮ মিলিয়ন ফিলিপিনো পেসো (মোট ১৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার) ফিলিপাইন আদালতের আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে গত বছরের ১০ নভেম্বর ফেরত দিয়েছে। এর আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেই ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংককে ০.০৭ মিলিয়ন ডলার (৫৮ লাখ টাকা) ফেরত দেয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অবশিষ্ট ৬৬ দশমিক ৪ মিলিয়ন ডলার আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতের আদেশের মাধ্যমে উদ্ধারের পর যে পরিমাণ অর্থ অনাদায়ী থাকবে, তা আরসিবিসি ব্যাংকের কাছ থেকে আদায় করতে আইনি উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, গত শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন। তিনি ফিলিপাইনের রিজাল ব্যাংককে দুনিয়া থেকে বিদায় করতে চান বলেও মন্তব্য করেন।

এর জবাবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রিজাল ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স জর্জ ডেলা কুয়েস্তা এক বিবৃতিতে বলেছেন, ‘রিজার্ভ চুরির ঘটনায় তাদের কোনও দায় নেই, বাংলাদেশ ব্যাংকই দায়ী।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি করে নেয় হ্যাকাররা। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার চলে যায় শ্রীলঙ্কা ও ৮১ মিলিয়ন ডলার চলে যায় ফিলিপাইনের জুয়ার আসরে। বিষয়টি বাংলাদেশের মানুষ জানতে পারে ফিলিপাইনের একটি পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে, ঘটনার এক মাস পর। ওই সময় বিষয়টি চেপে রাখতে গিয়ে সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। রিজার্ভ চুরি ঘটনার জের ধরে বড় ধরনের রদবদল করা হয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়েও। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা