X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকার ফের ক্ষমতায় আসলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৮, ০৭:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:১১

বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আবারও দেশ পরিচালনার দায়িত্বে আসলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘গত নয় বছর ধারাবাহিকভাবে পরিচালনার কারণেই দেশের আজ এ উন্নয়ন। আওয়ামী লীগ সরকার দেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ১৬ হাজার ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সফলতা দেখিয়েছে। দেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এবছরের শেষে দেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে যাবে। মানুষের মাথাপিছু আয় এখন ১৬১০ মার্কিন ডলার, শিক্ষার হার ৭১ ভাগ, গড় আয়ু ৭০ দশমিক ৩ বছর, আর জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ ভাগ হয়েছে।’
শনিবার ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের গ্যাপেক্সপোর ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ অনেক বড় প্রকল্প বর্তমান সরকার শুরু এবং শেষ করছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে ২৮তম এবং ২০৫০ সালে ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ। এমডিজি অর্জনে বাংলাদেশ এলডিসি দেশগুলোর মধ্যে সফল হয়েছে। বিশ্ব ব্যাংকের গবেষণায় বলা হয়েছে— ২০১৮, ২০১৯ ও ২০২০ সাল হবে বাংলাদেশের জন্য খুবই উজ্জ্বল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ বর্তমান সরকারকে আবারও দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে উন্নয়ন অব্যাহত থাকবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘২০০৫-২০০৬ সালে দেশের রফতানি ছিল ১০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। অথচ গত অর্থবছরে বাংলাদেশ রফতানি করেছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রেমিটেন্স আসছে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশের রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশের মানুষ শান্তি চায়। আওয়ামী লীগ সরকারই পারে দেশের উন্নয়ন নিশ্চিত করতে।’

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন মতি।

সূত্র: বাসস

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি