X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ২৩:২২আপডেট : ১৩ মে ২০১৯, ২৩:২৩





প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ঈদুল ফিতরের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সোমবার (১৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪১তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
মন্নুজান সুফিয়ান বলেন, ঈদুল ফিতর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সরকার চায় সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে। শ্রমজীবী মানুষগুলোর স্বাচ্ছন্দে ঈদ উদযাপনে মূল ভূমিকা রাখতে হবে মালিকদের। একসঙ্গে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়বে, এ জন্য রাস্তায় যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন, একই সঙ্গে খেয়াল রাখবেন যাতে শতভাগ রফতানিমুখী শিল্পের উৎপাদনে যাতে প্রভাব না পড়ে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং শ্রম অধিদফতরের কর্মকর্তাদের সমন্নয়ে গঠিত ২৯টি কমিটি কাজ করছে। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি, গার্মেন্টস শিল্পের জন্য পরামর্শ কমিটি, সরকার এবং মালিক-শ্রমিক প্রতিনিধি শিগগিরই আরেকটি সভায় মিলিত হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল, ড. রেজাউল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিজিএমইএ সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসকসহ কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!