X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পায়রা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইন্দোনেশিয়া ছেড়েছে কয়লাবাহী প্রথম জাহাজ

সঞ্চিতা সীতু
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯

কয়লাবাহী জাহাজ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর জন্য ২০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে যাত্রা শুরু করেছে একটি জাহাজ। এরমধ্য দিয়ে দেশের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি আমদানি শুরু হলো। সোমবার (৯ সেপ্টেম্বর) পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে আগামী ১৮ সেপ্টেম্বর পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে।বিদ্যুৎকেন্দ্রটির টেস্টিং শুরু হবে শিগগিরই।

রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) ও চীনের সিএমসি এক হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুকেন্দ্রটি নির্মাণ করছে।কেন্দ্র নির্মাণ একেবারে শেষের পথে রয়েছে।বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট আগামী ডিসেম্বরে এবং দ্বিতীয় ইউনিট আগামী বছরের মাঝামাঝি উৎপাদন শুরু করবে।

গত ১৬ জুন কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য চুক্তি করে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। দশ বছর মেয়াদি চুক্তিতে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি বায়ার্ন রিসোর্স টিবিকে কেন্দ্রটির জ্বালানি সরবরাহ করবে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি বায়ার্ন রিসোর্স টিবিকে এই অঞ্চলের সবচেয়ে বড় কয়লা সরবরাহকারী কোম্পানির একটি।কয়লা উৎপাদনের সঙ্গে পিটি বায়ানের রয়েছে বন্দর অবকাঠামো।

কয়লা পরিবহনের জন্য জার্মানির কোম্পানি ওলডেনডরফের সঙ্গে আলাদা চুক্তি করছে বিসিপিসিএল। ওই চুক্তিটির মেয়াদ পাঁচ বছর।ওলডেনডরফ বিশ্বের সমুদ্র পরিবহনে প্রথম শ্রেণির একটি কোম্পানি।

প্রতি টন কয়লার বর্তমান মূল্য ধরা হয়েছে ৫৫ ডলার।এরসঙ্গে পরিবহন খরচ ২৫ ডলার যোগ হয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পৌঁছাতে ব্যয় দাঁড়াবে ৮০ ডলার।

জানতে চাইলে তাপ বিদ্যুৎকেন্দ্রর প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা  বলেন, ‘জাহাজটিতে কয়লা বোঝাই শেষ হয়েছে বিকেল ৫টায়। রাতেই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসবে।প্রথমে কেন্দ্রটির জন্য ২০ হাজার টন কয়লা আনা হচ্ছে।এখন থেকে নিয়মিতই ইন্দোনেশিয়া থেকে কয়লা আনা হবে।’

প্রসঙ্গত, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র প্রথম জ্বালানি আমদানি শুরু করলেও আগামী কয়েক বছরে দেশে ব্যাপকভাবে কয়লার ব্যবহার শুরু হবে। রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র দু’টি পরপর উৎপাদন শুরু করবে।এতে করে দেশে ব্যাপক কয়লার চাহিদা তৈরি হবে।কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, দেশে এখনও পূর্ণাঙ্গ বন্দর অবকাঠামো গড়ে ওঠেনি। এর ফলে কয়লা পরিহনে মারাত্মক সংকট তৈরি হবে। যদিও সরকার বলছে, মাতারবাড়িতে একটি বন্দর নির্মাণ করা হবে।ওই বন্দর দিয়ে কয়লা পরিবহন করা হবে।

কয়লার জাহাজ আসতে ১২ মিটার ড্রাফট প্রয়োজন হলেও দেশের মোংলা ও পায়রা বন্দর এলাকায় এই ড্রাফট নেই।মাতারবাড়িতে বন্দর নির্মাণ করা হলে সেখান থেকে লাইটার জাহাজে করে কয়লা অন্য বন্দরগুলোয় নেওয়া যেতে পারে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, এখন সরাসরি ৫০ হাজার টনের জাহাজের অর্ধেক অর্থাৎ ২৫ বা ২৬ হাজার টন ভরে কেন্দ্রের জেটিতে সরাসরি জাহাজ আনা হবে।এক বছর পর আন্দামানে তিন লাখ টনের জাহাজ আনা হবে।আর সেখান থেকে পরে লাইটার জাহাজে করে কেন্দ্র এলাকায় কয়লা আনা হবে।এতেও পরিবহন খরচ কিছুটা কমবে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!