X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকে জমানো সঞ্চয়ীদের সুযোগ বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ২০:১৩আপডেট : ০১ জুন ২০২০, ২০:১৪

বাংলাদেশ ব্যাংক ব্যাংকে যেসব গ্রাহক প্রতি মাসে ডিপোজিট পেনশন স্কিমে (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী স্কিমে টাকা জমা দিতে পারেননি তাদের জন্য সুযোগ করে দিল বাংলাদেশ ব্যাংক। সোমবার (১ জুন) এ ব্যাপারে একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের এমডির কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত এপ্রিল ও মে মাসে যেসব সঞ্চয়কারী ব্যাংকের নির্ধারিত সময়ে টাকা জমা দিতে পারেননি তাদের কাছ থেকে কোনও ধরনের বিলম্ব ফি বা চার্জ,  বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। তাছাড়া উক্ত সময়ে কোনও সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করাও যাবে না। তবে শর্ত থাকে যে আমানতকারীদের আগামী ২০ জুনের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এপ্রিল ও মে মাসের কিস্তি বিলম্বে জমা দেওয়ার কারণে কোনও আমানতকারীর কাছ থেকে ইতোমধ্যে কোনও ধরনের বিলম্ব ফি বা  চার্জ বা অতিরিক্ত অর্থ আদায় করা হয়ে থাকলে তা আমানতকারী হিসেবে ফেরত দিতে হবে অথবা সমন্বয় করতে হবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন গণপরিবহন চলাচল বন্ধ ছিল এবং জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের বাইরে যাওয়া বা ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেক আমানতকারীর পক্ষেই তাদের ডিপোজিট পেনশন স্কিম ও বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিতে পারেননি।

 

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি