X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এনবিআরে ১১ কমিশনারের দফতর বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ১৮:৩৯আপডেট : ৩০ জুন ২০২০, ১৯:৩৩

 

জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডের ১১ কমিশনারের দফতর বদল হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার (৩০ জুন) পৃথক আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের ১১ কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। তারা কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন দফতরে কমিশনার হিসেবে কর্মরত।

এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) খান মো. রেজা-উন-নবীর সই করা প্রজ্ঞাপনে ৯ কমিশনারের দফতর বদল করা হয়েছে। এর মধ্যে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবিরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (দক্ষিণ) বদলি করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) কমিশনার মো. শওকত হোসেনকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) ড. মইনুল খানকে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে (মূল্য সংযোজন কর) বদলি করা হয়েছে।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর মহাপরিচালক (কমিশনার) সৈয়দ মুসফিকুর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) বদলি করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লায় বদলি করা হয়েছে।

কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আজিজুর রহমানকে বেনাপোল কাস্টম হাউস কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) কমিশনার তাসমিনা হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (পূর্ব) বদলি করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার ডা: গোলাম মো. মুনীরকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটে বদলি করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার হোসাইন আহমেদকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের ৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

দ্বিতীয় সচিব খান মো. রেজা-উন-নবীর সই করা অপর প্রজ্ঞাপনে মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পরবর্তী পদায়নের জন্য এনবিআরে সংযুক্ত করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব সুরাইয়া পারভীন শেলীর সই করা প্রজ্ঞাপনে ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হোসেন আহমদকে মোংলা কাস্টম হাউস কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা