X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দাম নেই ছাগলের চামড়ার

গোলাম মওলা
১০ জুলাই ২০২২, ২৩:৪০আপডেট : ১০ জুলাই ২০২২, ২৩:৪০

এবার গরুর চামড়ার দাম সামান্য বাড়লেও গত দুই বছরের মতোই ফেলে দিতে হচ্ছে ছাগলের চামড়া। সরকার লবণযুক্ত খাসির চামড়ার দর ৩ টাকা বাড়ালেও এবার তা কিনতে দেখা যায়নি মৌসুমি ব্যবসায়ীদের। ঈদের দিন (১০ জুলাই) বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ট্যানারি মোড় ও পুরান ঢাকার পোস্তার আড়ত ঘুরে এমনটাই দেখা গেছে।

কোরবানিদাতারা জানিয়েছেন, তারা ৫-১০ টাকায় খাসির কাঁচা চামড়া বিক্রি করছেন। মাদ্রাসার শিক্ষার্থীরাও দান হিসেবে ওই চামড়া নেয়নি এবার। অনেকেই তাই চামড়া ফেলে গেছেন রাস্তায়।

হাজারীবাগের ট্যানারি মোড়েও চামড়ার এ দাম দেখা গেছে। ২০২০ সালে ও গতবছরও ২-১০ টাকা দরে বিক্রি হয়েছিল ছাগলের চামড়া।

সাধারণত বড় আকারের একটি খাসির চামড়া পাঁচ বর্গফুট হয়। সেই হিসাবে লবণযুক্ত একটি চামড়ার দাম হওয়ার কথা ১০০ টাকার বেশি।

পুরান ঢাকার পোস্তায় সন্ধ্যার পর সারি সারি পিকআপ ও ট্রাক দেখা গেছে। সবগুলোতেই গরুর চামড়া। অধিকাংশ আড়তের মালিক জানান, তারা কেউ ছাগলের চামড়া কিনছেন না। যে কারণে ওই চামড়া আসছেও না।

 

ছাগলের চামড়ায় খরচ বেশি

আকারে ছোট ও সরকার নির্ধারিত মূল্যের চামড়ায় খরচ বেশি হওয়ায় আড়তদারদের আগ্রহ নেই।

তারা জানালেন, ছাগলের একটি চামড়ার পেছনে তিন কেজি লবণ লাগে। এতে খরচ কমপক্ষে ৩০ টাকা। সঙ্গে শ্রমিক ও পরিবহন মিলিয়ে ৬০ টাকা খরচ হয়।

এদিকে লালবাগের পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা গত বছরের তুলনায় এবার চামড়াপ্রতি অন্তত গড়ে ১০০ টাকা বেশি দামে কিনছেন। এতে মৌসুমি ব্যবসায়ীরা কিছুটা লাভবান হচ্ছেন।

যারা চামড়া সংরক্ষণ করছেন তাদের অতিরিক্ত খরচ ৭০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের প্রতিনিধি আব্দুস সালাম বলেন, গড়ে এবার প্রতিটি কাঁচা চামড়ার দাম ১০০ টাকা বেড়েছে।

প্রসঙ্গত, পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম ঈদুল আজহা। দেশে সারাবছর যে পরিমাণ পশু জবাই হয়, তার ৬০ শতাংশই হয় এই ঈদে।

/এফএ/
সম্পর্কিত
১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি
চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে ৬৭ হাজার, পশুর ঘাটতি
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা