X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১২ অগ্রহায়ণ ১৪২৯

দাম নেই ছাগলের চামড়ার

গোলাম মওলা
১০ জুলাই ২০২২, ২৩:৪০আপডেট : ১০ জুলাই ২০২২, ২৩:৪০

এবার গরুর চামড়ার দাম সামান্য বাড়লেও গত দুই বছরের মতোই ফেলে দিতে হচ্ছে ছাগলের চামড়া। সরকার লবণযুক্ত খাসির চামড়ার দর ৩ টাকা বাড়ালেও এবার তা কিনতে দেখা যায়নি মৌসুমি ব্যবসায়ীদের। ঈদের দিন (১০ জুলাই) বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ট্যানারি মোড় ও পুরান ঢাকার পোস্তার আড়ত ঘুরে এমনটাই দেখা গেছে।

কোরবানিদাতারা জানিয়েছেন, তারা ৫-১০ টাকায় খাসির কাঁচা চামড়া বিক্রি করছেন। মাদ্রাসার শিক্ষার্থীরাও দান হিসেবে ওই চামড়া নেয়নি এবার। অনেকেই তাই চামড়া ফেলে গেছেন রাস্তায়।

হাজারীবাগের ট্যানারি মোড়েও চামড়ার এ দাম দেখা গেছে। ২০২০ সালে ও গতবছরও ২-১০ টাকা দরে বিক্রি হয়েছিল ছাগলের চামড়া।

সাধারণত বড় আকারের একটি খাসির চামড়া পাঁচ বর্গফুট হয়। সেই হিসাবে লবণযুক্ত একটি চামড়ার দাম হওয়ার কথা ১০০ টাকার বেশি।

পুরান ঢাকার পোস্তায় সন্ধ্যার পর সারি সারি পিকআপ ও ট্রাক দেখা গেছে। সবগুলোতেই গরুর চামড়া। অধিকাংশ আড়তের মালিক জানান, তারা কেউ ছাগলের চামড়া কিনছেন না। যে কারণে ওই চামড়া আসছেও না।

 

ছাগলের চামড়ায় খরচ বেশি

আকারে ছোট ও সরকার নির্ধারিত মূল্যের চামড়ায় খরচ বেশি হওয়ায় আড়তদারদের আগ্রহ নেই।

তারা জানালেন, ছাগলের একটি চামড়ার পেছনে তিন কেজি লবণ লাগে। এতে খরচ কমপক্ষে ৩০ টাকা। সঙ্গে শ্রমিক ও পরিবহন মিলিয়ে ৬০ টাকা খরচ হয়।

এদিকে লালবাগের পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা গত বছরের তুলনায় এবার চামড়াপ্রতি অন্তত গড়ে ১০০ টাকা বেশি দামে কিনছেন। এতে মৌসুমি ব্যবসায়ীরা কিছুটা লাভবান হচ্ছেন।

যারা চামড়া সংরক্ষণ করছেন তাদের অতিরিক্ত খরচ ৭০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের প্রতিনিধি আব্দুস সালাম বলেন, গড়ে এবার প্রতিটি কাঁচা চামড়ার দাম ১০০ টাকা বেড়েছে।

প্রসঙ্গত, পশুর চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম ঈদুল আজহা। দেশে সারাবছর যে পরিমাণ পশু জবাই হয়, তার ৬০ শতাংশই হয় এই ঈদে।

/এফএ/
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী