X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আটকে আছে বিদেশি এয়ারলাইন্সগুলোর ২১৪ মিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ২১:৪৫আপডেট : ০৫ জুন ২০২৩, ২১:৫৩

বাংলাদেশে ডলার সংকটের কারণে বিপাকে পড়েছে বিদেশি  এয়ারলাইন্সগুলো। বাংলাদেশে টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা নিতে পারছে না তারা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর ২১৪.১ মিলিয়ন ডলার আটকা পড়েছে। উদ্বেগ প্রকাশ করে আইএটিএ বলছে, এ পরিস্থিতি এয়ারলাইন্সগুলোর জন্য হুমকির। পরিস্থিতির পরবর্তন না ঘটলে বিদেশি এয়ারলাইন্সগুলোর পক্ষে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে না।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) হচ্ছে সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোকে নিয়ে একটি সংস্থা। ৪ জুন সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ারলাইন্সের অর্থ আটকে পড়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

আইএটিএ বলছে, সবচেয়ে বেশি ডলার আটকে আছে নাইজেরিয়ায়, দেশটিতে এয়ারলাইন্সগুলোর ৮১২.২ মিলিয়ন ডলার আটকে আছে। বাংলাদেশ আটকে আছে ২১৪.১ মিলিয়ন ডলার, আলজেরিয়া আটকে আছে ১৯৬.৩ মিলিয়ন ডলার, পাকিস্তানে আটকে আছে ১৮৮.২ মিলিয়ন ডলার এবং লেবাননে আটকে আছে ১৪১.২ মিলিয়ন ডলার। আইএটিএ সংশ্লিষ্ট দেশের সরকারকে আন্তর্জাতিক চুক্তি ও এর বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএটিএ মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, ‘যে বাজারগুলো থেকে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা যাচ্ছে না, সে বাজারে এয়ারলাইন্সগুলোর সেবা চালিয়ে যাওয়া সম্ভব না। এয়ারলাইন্সগুলো যেন তাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারে এজন্য সরকারকে খাত সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে। যা অর্থনীতিকে এগিয়ে নেয়া এবং কর্মসংস্থান তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু
আকাশপথে ঢাকামুখী যাত্রীর চাপ
ভিড় বাড়ছে অভ্যন্তরীণ টার্মিনালেআকাশপথেও শুরু হয়েছে বাড়ি ফেরা
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন