X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

সম্ভাব্য তালিকা করছে এনবিআর, যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত চিঠি পাঠানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৯

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যেসব পণ্যে শুল্ক ছাড় দেওয়া যেতে পারে, সেগুলোর একটি সম্ভাব্য তালিকা তৈরি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক হ্রাসের ফলে আমদানি বাড়লেও রাজস্বে উল্লেখযোগ্য প্রভাব যাতে না পড়ে— এমন পণ্যগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে প্রাথমিকভাবে।

রবিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এনবিআর কর্মকর্তারা এ তথ্য জানান। বৈঠকে রফতানিকারক, ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা অংশ নেন।

এনবিআর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ এক প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত প্রায় ৩০টি পণ্যে তুলনামূলকভাবে উচ্চ শুল্কহার বিদ্যমান। এসব পণ্যের মধ্যে রয়েছে— জেনারেশন ও জেনারেটিং সেট, ভালভ, গরুর মাংস, কৃষিপণ্য, কিছু কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি। এসবের ওপর শুল্কহার ২৬.২ শতাংশ থেকে শুরু করে ৮০ শতাংশ পর্যন্ত।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর বাংলাদেশে গড় প্রভাবিত শুল্কহার ৫ শতাংশেরও কম।

বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের প্রধান আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে— তুলা, স্ক্র্যাপ, বোয়িং বিমানের যন্ত্রাংশ ও বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি। এসবের বেশিরভাগই আগে থেকেই শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এছাড়া উচ্চমূল্যের গাড়িও মাঝে মাঝে আমদানি করা হয়। গত অর্থবছরে এ ধরনের মাত্র ৫টি গাড়ি আমদানি করা হয়েছে।

বৈঠকে এনবিআর কর্মকর্তারা জানান, কেবল যুক্তরাষ্ট্রের জন্য এককভাবে শুল্কছাড় দেওয়া সম্ভব নয়। কারণ এতে অন্য দেশগুলোও একই সুবিধা চাইবে। এজন্য এমন পণ্য চিহ্নিত করা হচ্ছে, যেগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকেই আমদানি হয় বেশি হারে এবং যেগুলোর শুল্ক কমালে দেশের রাজস্বে বড় প্রভাব পড়বে না।

বৈঠকে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত একটি চিঠি পাঠানোর সুপারিশ করেছেন, যাতে আলোচনার জন্য তিন মাস সময় চাওয়া যায়। চিঠির সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের বাণিজ্য সুবিধা দেওয়া হতে পারে, তার একটি রোডম্যাপ সংযুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

একইসঙ্গে ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত অতিরিক্ত শুল্ক যেন ফের কার্যকর না হয়, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রগামী আইফোন তৈরি হবে ভারতে: অ্যাপল
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’