X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ২৯, সিএসইতে বেড়েছে ৫১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপো
০৭ এপ্রিল ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম বা শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও কমেছে সিএসইতে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ২৯ পয়েন্ট। আর সিএসসিএক্স বেড়েছে ৫১ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৭ লাখ টাক। আর সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৬৭ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৫৮ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৪৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ১৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইবনে সিনা, ডোরিন পাওয়ার, এসিআই, পাওয়ার গ্রিড, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, তিতাস গ্যাস, লংকা-বাংলা ফিন্যান্স এবং ওরিয়ন ইনফিউশন।

বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ১৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১২ কোটি ৬৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৫ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, ড্রাগন সোয়েটার, ইউনাইটেড এয়ার, আইটিসি, বিএসআরএম লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, জিএসপি ফিন্যান্স এবং কেডিএস এক্সেসরিজ।।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক