X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

‘কোনও বিদ্যুৎ প্রকল্পই কয়লাভিত্তিক করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:১০

‘বাংলাদেশে কয়লার ব্যবহার: গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ওপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা (ছবি: সংগৃহীত) ‘কয়লা ছাড়াও উন্নয়ন সম্ভব। উন্নয়নে কয়লা যতটা না ভূমিকা রাখছে, তার চেয়ে পরিবেশের ক্ষতি করছে বেশি। কোন জায়গায়, কিভাবে ও কতটুকু কয়লা ব্যবহার হতে পারে তা নিয়ে সরকারের উচিত বিশেষজ্ঞ ও সচেতন মহলের সঙ্গে আলোচনা করা। কোনও প্রকল্পই কয়লাভিত্তিক করা যাবে না’— বলছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে কয়লার ব্যবহার: গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ওপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক এই আয়োজন করেছে যৌথভাবে বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ। এখানে সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘উন্নত দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করা হচ্ছে। অন্যান্য দেশের মধ্যে চীন সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বন্ধ করে দিয়েছে। ফলে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদেরও উচিত কয়লাভিত্তিক কোনও প্রকল্প না করা। কয়লা ছাড়াও সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখছে আরও অনেক উপাদান।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা’র এই সহ-সভাপতি। তার ভাষ্য, ‘আমরা উন্নয়ন চাই। কিন্তু তা মানুষের ক্ষতি করে নয়। আমরা অর্থনৈতিক উন্নয়ন করবো, তবে পরিবেশকে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। উন্নয়ন ও পরিবেশের মধ্যে পরিবেশকে অগ্রাধিকার দেওয়া দরকার। কেউ যদি বলে, আমরা ধারাবাহিকভাবে মানুষ ও পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিকভাবে লাভবান হবো, তাহলে তা হবে বুদ্ধিহীনতার পরিচয়।’

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়কারী ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল। তিনি বলেন, ‘কয়লা একটি মারাত্মক দূষক। বস্তুত একটি ৫৫০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদনকালে ১৫ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইড, ৪ লাখ ৭০ হাজার টন মিথেন, ৭ হাজার ৮০০ কেজি লেড, ৭ হাজার ৬০ কেজি মার্কারি, ৫৪ হাজার টন নাইট্রোজেন অক্সাইড, ৬৪ হাজার টন সালফার অক্সাইড, ১২ হাজার টন পার্টিকুলেটসসহ আরও অনেক দূষণযুক্ত বর্জ্য বের হয়।

বাপার এই যুগ্ম সম্পাদক মনে করেন, কয়লার দূষণ প্রতিরোধে যেসব বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা রয়েছে তা অত্যন্ত ব্যয়বহুল ও শতভাগ দূষণ নিয়ন্ত্রণে সক্ষম নয়। তিনি জানান, এক সমীক্ষায় দেখা যায়— বছরে চীনে ৬ লাখ ৭০ হাজার, ভারতে ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার, যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ও ইউরোপে ২৩ হাজার ৩০০ মানুষের অকাল মৃত্যুর কারণ কয়লা দূষণ। কয়লায় নানাবিধ পানি দূষণ হয়ে থাকে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ পানিরও প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোতে ১২ কোটি ৭০ লাখ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, যা দিয়ে একটি ফুটবল স্টেডিয়াম ৬০ বার ভরাট করা সম্ভব!

ওয়াটারকিপারস বাংলাদেশের এই সমন্বয়কারীর মন্তব্য, বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য উপায় থাকা স্বত্ত্বেও কয়লার ব্যবহার ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে প্রাকৃতিক সম্পদগুলোর ওপর হুমকি সৃষ্টি হওয়া উদ্বেগজনক। এ তালিকায় আছে সুন্দরবন, কুয়াকাটা ও কক্সবাজার।

বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) অস্ট্রেলিয়া শাখার সমন্বয়ক কামরুল আহসান খান।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের