X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থ দিচ্ছে চীন

সঞ্চিতা সীতু
১৬ এপ্রিল ২০১৮, ২০:৪৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০০:২১

এবার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য অর্থায়ন নিশ্চিত করেছে চীনের এক্সিম ব্যাংক। গতবছর কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন নিশ্চিত করেছিল ভারতীয় এক্সিম ব্যাংক। সোমবার (১৬ এপ্রিল) এক্সিম ব্যাংককে ৪৩ কোটি মার্কিন ডলারের চাহিদাপত্র (ইনভয়েস) পাঠিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। বড় বিদ্যুৎকেন্দ্রেগুলোর মধ্যে প্রথম পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অর্থ দেশে আসছে।

নির্মাণাধীন পায়রা বিদ্যুৎকেন্দ্র

বিসিপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, ‘আজই (সোমবার) ৪৩ কোটি ডলারের ইনভয়েস আমরা এক্সিম ব্যাংককে পাঠিয়েছি।পর্যায়ক্রমে বাকি অর্থ ছাড় করবে চীন।’ তিনি বলেন, ‘এক্সিম ব্যাংক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ১৯৮  কোটি ডলার ঋণ সহায়তা দেবে।এই ঋণের অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে আসবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১৭টি হিসাব (একাউন্ট) খোলা হয়েছে।যার মধ্যে নয়টি হিসাব ইউএসডি একাউন্ট (ফরেন কারেন্সি একাউন্ট) রয়েছে।চীনা এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংক হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে। সব একাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই খোলা হয়েছে।’

বিসিপিসিএল সূত্র জানায়, এরইমধ্যে বিদ্যুৎকেন্দ্রটির ৩৮ ভাগ কাজ শেষ হয়েছে।বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ চলছে।আগামী জুলাই থেকে কেন্দ্রের যন্ত্রাংশ বাংলাদেশে আসবে।আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসবে ২০১৯ সালের জুন মাসে। দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে একই বছরের ডিসেম্বরে।নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রটি উৎপাদন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎকেন্দ্রটির সমান অংশীদারিত্ব রয়েছে দেশীয় কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনা কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। কেন্দ্র নির্মাণে ২০ ভাগ অর্থ রাষ্ট্রীয় কোম্পানি বিনিয়োগ করছে। বাকি ৮০ ভাগ ঋণ দিচ্ছে চায়না এক্সিম ব্যাংক।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল