X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের চাহিদা মেটাতে বসানো হচ্ছে আরও ‘ক্যাপাসিটর ব্যাংক’

সঞ্চিতা সীতু
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

ক্যাপাসিটর ব্যাংক, ছবি: সংগৃহীত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করতে আরও ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।এজন্য গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সংস্কার ও ক্ষমতাবর্ধন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে তারা। এই প্রকল্পের আওতায় ২১০ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করবে তারা। 

ক্যাপাসিটর ব্যাংক হচ্ছে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যার ভেতর বিদ্যুৎ চার্জ করে মজুত রাখা যায়। প্রয়োজনে সেই বিদ্যুৎ সরবরাহও করা যায়। বিতরণ লাইনের সঙ্গে যুক্ত থাকা এই ব্যাংক বিতরণ ভোল্টেজ লস কমাতেও সহযোগিতা করে। 

উত্তরাঞ্চলে বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎকেন্দ্র নেই। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ অঞ্চলে নতুন বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা করা হলেও জ্বালানি সংকটের কারণে তা সম্ভব হয়নি। কারণ উত্তরাঞ্চলে কয়লা বা তেল পরিবহন কঠিন বিষয়। আবার ওই এলাকায় গ্যাসও নেই। এজন্য বিকল্প হিসেবে ক্যাপাসিটর ব্যাংক করার পরিকল্পনা করা হয়েছে।  

পিজিসিবি সূত্রে জানা গেছে,  দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগে পিজিসিবির ৯টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। কয়লা সংকটে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ২০১৮ সালের জুলাইয়ে বন্ধ হলে সে সময় জরুরি ভিত্তিতে পিজিসিবি আরও চারটি ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করে। এরমধ্যে লালমনিরহাটে ১২.৫ মেগাভার,  রংপুরে ২০ মেগাভার,  পঞ্চগড়ে ১২.৫ মেগাভার  এবং ঠাকুরগাঁওয়ে ৩৫ মেগাভারের ক্যাপাসিটর ব্যাংক বসানো হয়। ওই এলাকায় এখন ছয়টি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে মোট ১৭৫ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক চালু আছে। সেচ মৌসুমের কথা বিবেচনা করে ওই অঞ্চলে আরও ৪৫ মেগাভার ক্যাপাসিটর ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে পিজিসিবি। 

এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এজন্য ক্যাপাসিটর ব্যাংক বসাচ্ছি। বিকল্প ব্যবস্থা থাকলে গ্রিড লাইনে কোনও সমস্যা হলে ক্যাপাসিটর ব্যাংক দিয়ে তার সমাধান করা সম্ভব। এছাড়া ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে ভোল্টেজ লসও আমরা কমিয়ে আনতে পারবো।’ 

 

 

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে