X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এলপিজির দাম সমন্বয়: যা যা চেয়েছে কারিগরি কমিটি

সঞ্চিতা সীতু
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:০০

এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমম্বয়ের প্রস্তাব মূল্যায়নে কারিগরি কমিটি গঠন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ( বিইআরসি)। এই কারিগরি কমিটি মূল্য সমন্বয়ে পেট্রোলিয়াম বিশেষজ্ঞ নেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া, কয়েকটি পক্ষের কাছে দামের প্রস্তাব বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বিইআরসি সূত্র জানায়, কমিশনের পরিচালক (বিদ্যুৎ) সিএফকে মুসাদ্দেক আহমদকে প্রধান করে সাত সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি সভা করে। সভায় তারা প্রস্তাবগুলো যাচাই করে দেখে, তাদের দুই জন পেট্রোলিয়াম বিশেষজ্ঞ প্রয়োজন। এছাড়া কমিটি জানায়, অনেকেই দামের প্রস্তাব জমা দিলেও তথ্য ঘাটতি আছে। তাদের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
বিইআরসির এক সদস্য জানান, আমরা এলপিজির দাম সমন্বয় করতে ১৪, ১৭ এবং ১৮ জানুয়ারি গণশুনানির তারিখ নির্ধারণ করে যে শিডিউল দিয়েছিলাম সে অনুযায়ী আমরা কাজ করছি। যেহেতু আমরা এটি প্রথমবার করছি, আমাদের রেগুলেশনের গাইডলাইনও নাই। আমরা করছি হাইকোর্টের আদেশে। সুতরাং অনেক কিছু দেখতে হবে তো। এজন্যই আমাদের বিশেষজ্ঞ দরকার।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর গণশুনারির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
আদালত অবমাননার রুল থেকে বাঁচতে এলপিজির দাম নির্ধারণের উদ্যোগ নেয় কমিশন। আগামী ১৪, ১৭ এবং ১৮ জানুয়ারি গণশুনানির সিদ্ধান্ত নেয় তারা। কাজের জন্য একটি শিডিউলও তৈরি করে।
বিইআরসির শিডিউলের মধ্যে ছিল- ৭ ডিসেম্বরের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ও লাইসেন্সিদের দাম সম্পর্কিত দলিলাদি জমা, ১৩ ডিসেম্বর কোম্পানিগুলোর প্রস্তাব পেলে মূল্যায়ন কমিটি গঠন এবং গণশুনানির তারিখ নির্ধারণ করা। ১৩ ও ১৪ ডিসেম্বর স্বার্থসংশ্লিষ্টদের গণশুনানির বিষয়ে নোটিশ দেওয়া। এরপর ১৫ এবং ১৬ ডিসেম্বর শুনানির তারিখ জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া। এই কাজগুলো এরইমধ্যে শেষ করেছেন কমিশন।
এছাড়া ১৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি গণশুনানির বিষয়ে সবার মতামত প্রদান, ৪ জানুয়ারি লিখিত মতামত প্রাপ্তি এবং শুনানিতে অংশগ্রহণের জন্য নামের তালিকাভুক্ত করা হবে। এরপর ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণে গণশুনানি করবে কমিশন। শুনানির পর ২৪ জানুয়ারি লাইসেন্সি ও স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে শুনানি পরবর্তীতে লিখিত মতামত দেওয়া যাবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা