X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৮:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৩

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানির রেশ কাটতে না কাটতেই পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২৮ এপ্রিলের মধ্যে এ নিয়ে লিখিত বক্তব্য ও মতামত পাঠানোর অনুরোধও করেছে বিইআরসি।

আগামী ১৮ মে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করেছে। পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কমিশনের কারিগরি মূল্যায়ন টিম সুপারিশও করেছে।

এর আগে গত ২১-২৪ মার্চ গ্যাসের পাইকারি ও খুচরা দামসহ সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি করে কমিশন। 

প্রসঙ্গত, গত জানুয়ারিতে গ্যাসের দাম নিয়ে আলোচনা চলার সময়ই পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তারা বলেছিল, গ্যাসের দাম ১০ শতাংশ বাড়ালেও তাদের লোকসান হবে। সে হিসাবে তাদেরও দাম বাড়াতে হবে।

গ্যাসের দামের শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি গ্যাসের দাম ২০ ভাগ বাড়ানোর সুপারিশ করে। শুনানির দিন থেকে ৯০ দিনের মধ্যেই গ্যাসের দামের বিষয়ে আদেশ দেবে কমিশন। সেই আদেশের আগেই পিডিবির শুনানির তারিখ নির্ধারণ করলো কমিশন।

এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়ানো হয়। সে সময় পাইকারি বিদ্যুতের দাম ৪ টাকা ৭৭ পয়সা থেকে ইউনিট প্রতি ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করা হয়। একই সময়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৭ টাকা ১৩ পয়সা।

প্রসঙ্গত, পাইকারি বা বাল্ক বিদ্যুতের দাম বাড়ানো হলে গ্রাহক পর্যায়েও এর দাম বাড়ানো হতে পারে।

/এসএনএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায়
রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি, অন্ধকারে ঢাকার একাংশ
নেপাল থেকে বিদ্যুৎ আসছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে