X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অবৈধদের শায়েস্তা করতে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সঞ্চিতা সীতু
১২ মে ২০২২, ২০:৩০আপডেট : ১৪ মে ২০২২, ১৯:৩৩

রাজধানীর কামরাঙ্গীরচরে দুদিন হলো গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ গ্রাহকদের শায়েস্তা করতে গ্যাসের ভাল্ব  খুলে নিয়ে আসা হয়েছে। এজন্য বৈধদের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

গ্রাহকরা বলছেন, তিতাসের কাণ্ডজ্ঞানহীন এমন কাণ্ডে বৈধ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিতাসের তরফ থেকে বলা হয়েছে, রবিবার পর্যন্ত সরকারি ছুটির দিন।  এরপর এসব নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আরও তিন দিন পরে কামরাঙ্গীরচরে বাসিন্দারা জানতে পারবেন সংযোগ কবে পাওয়া যাবে।

তিতাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক মিলিয়ে কামরাঙ্গীরচরে তিতাসের গ্রাহক ১২ হাজারের মতো। কিন্তু সেখানে এর পাঁচগুণ গ্রাহক রয়েছে। যাদের কারও বৈধ সংযোগের কাগজ নেই। তিতাস বারবার অভিযান চালিয়েও কোনও সুরাহা করতে পারেনি। এখন কামরাঙ্গীরচরের মানুষদের অবৈধ গ্যাস ব্যবহার করবে না—এমন নিশ্চয়তা দিতে হবে।

কামরাঙ্গীরচরের জোনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ওই এলাকার জাওচরের পাশ থেকে শুরু করে পুরো কামরাঙ্গীরচরে গ্যাস সরবরাহ বন্ধ আছে। গত ১০ মে সন্ধ্যা ছয়টা নাগাদ আমরা সব লাইন কেটে দিয়েছি। ওই এলাকায় গ্যাসের বকেয়া বিল আছে প্রায় ৬৬ কোটি টাকা। বকেয়ার জন্য বারবার তাগাদা দিয়েও কাজ হয়নি। এদিকে অবৈধ সংযোগ কেটে দিয়েও কাজ হচ্ছে না। কেটে দিলেই পরদিন আবার তা স্থাপন করে ফেলছে। তিতাসের লোক দিয়ে নয়, স্থানীয় মিস্ত্রি দিয়েই লাইন বসিয়ে ফেলে। বৈধ গ্রাহকের চেয়ে কয়েকগুণ বেশি অবৈধ গ্রাহক সেখানে।

জ্বালানি বিভাগ সম্প্রতি অবৈধ সংযোগের বিষয়ে অনেক কঠোর হয়েছে। জ্বালানি বিভাগের তরফ থেকে নিয়মিত বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার রাজস্ব হারানোর সঙ্গে সঙ্গে উচ্চদরের এলএনজি আমদানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হচ্ছে। ফলে দুই দিক থেকেই লোকসান হচ্ছে। সঙ্গত কারণে সরকার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর হয়েছে।

কামরাঙ্গীরচরের বাসিন্দা জহিরুল ইসলাম জানান, জাওচর, আবু সাইয়িদের বাজার, আহসান নগর, রনি মার্কেটসহ কোনও এলাকায় এখন গ্যাস নেই। প্রায় তিনদিন হতে চললো গ্যাস নাই। ভোগান্তি দেখারও কেউ নেই। আগামী তিনদিন বন্ধ। কে দেখবে এসব?

এর সমাধান কী জানতে চাইলে তিতাসের এক কর্মকর্তা বলেন, যেহেতু তিতাসের উচ্চ পর্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেহেতু সমাধানও তাদের হাতে। তাদের সঙ্গে যদি স্থানীয় জনপ্রতিনিধিরা বসেন, বকেয়া আদায়, অবৈধ সংযোগ বন্ধের প্রতিশ্রুতি দেন তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। এছাড়া আগামী তিনদিন সরকারি ছুটি থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, সোমবারের আগে সমাধানে বসারও আর সুযোগ নেই।

এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা প্রেরণ করলেও সাড়া মেলেনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা