X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

লোডশেডিংবিহীন ৬ ঘণ্টা

সঞ্চিতা সীতু
২৭ জুন ২০২৩, ২১:০১আপডেট : ২৭ জুন ২০২৩, ২১:২৪

ঈদের ছুটির প্রথম দিনেই লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দেশে কোনও লোডশেডিং হয়নি। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সারা দেশে বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার যে হিসাব দিয়েছে সেখানে এই তথ্য পাওয়া গেছে।

বিকাল ৪টায় ৯২৮১ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৯২৮১ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। দুপুর ১২টায় ৯ হাজার ৫৩০, ১টায় ৯ হাজার ৮২৪, ২টায় ৯ হাজার ৮৩৫, বিকাল ৩টায় ৯ হাজার ৬৫৬ মেগাওয়াট চাহিদা ছিল। দীর্ঘদিন পর দেশ শূন্য লোডশেডিং পরিস্থিতি দেখলো।

পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পাশাপাশি ভারতের আদানির কেন্দ্রটিও পূর্ণ ক্ষমতার উৎপাদন এসেছে। এতে বিদ্যুতের সরবরাহ বেড়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি ঈদের ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কমেছে। এতে লোডশেডিং না করে সারা দেশে সব জায়গায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

এদিকে প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীন ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানিই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে। এছাড়াও হঠাৎ কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গেলে, ট্রান্সফরমার পুড়ে গেলে দ্রুত মেরামতের টিম তৈরি করে রেখেছে।

এদিকে শহর এলাকার বহু মানুষ গ্রামের বাড়ি চলে যাবার কারণে ঢাকাসহ শহরে বিদ্যুতের চাহিদা কমে এসেছে। ফলে লোডশেডিং এখন একেবারেই নেই। এদিকে গ্রামে কদিন লোডশেডিং হলেও এখন বর্ষা শুরু হওয়ার কারণে গরম কমে এসেছে। এ ক্ষেত্রেও চাহিদা কমে যাওয়ায় গ্রামেও লোডশেডিং কমে এসেছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ঢাকায় এখন বিদ্যুতের কোনও সমস্যা নেই। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি। এরপরও যদি কোনও সমস্যা হয় তখন আমাদের টিম রেডি আছে। তারা তাৎক্ষণিকভাবে গিয়ে সেটা মেরামত করে দিয়ে আসবে।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, বিদ্যুতে সবাই একসঙ্গে ছুটি পায় না। জরুরি সেবা হওয়ার কারণে ২৪ ঘণ্টাই আমাদের দায়িত্ব পালন করতে হয়। এই অবস্থায় জরুরি কিছু হলে সেই টিমও তৈরি করা আছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে।

এদিকে পিডিবি, আরইবি, নেসকো, ওজোপাডিকোও একই ধরনের উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সঞ্চালন ও বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং হটলাইন নম্বর সংক্রান্ত তথ্যাদির তালিকা করেছে। প্রয়োজনে এসব নাম্বারে কল দিয়ে জরুরি সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন- সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে