পাইপলাইনের মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জের অনেক এলাকায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
তিতাস জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া (এসিআই সল্টের পাশে) এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলবে।
পাইপলাইনের এই মেরামতের কাজের জন্য আজ সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুরবাড়ির টেক, ব্রাহ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাওসিয়া, রূপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আড়াইহাজার ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে তিতাস।