X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মধ্যপাড়া-ভবানীপুর রেললাইন ফের চালু হচ্ছে

সঞ্চিতা সীতু
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৪

পাথর উত্তোলন বাড়ায় ফের চালু হচ্ছে মধ্যপাড়া-ভবানীপুর রেললাইন। এই রেললাইন সচল করতে জ্বালানি বিভাগ একটি কমিটি গঠন করেছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে করণীয় নির্ধারণ করতে চলতি সপ্তাহেই বৈঠকে বসছে কমিটি।

মধ্যপাড়া কঠিন শিলাখনি ও ভবানীপুর থেকে পার্বতীপুর জংশন পর্যন্ত ৩৯ কিলোমিটার রেলপথ আগে থেকেই ছিল। ২০০৫ সালে নির্মাণ শেষ হওয়া লাইনটি ২০১৫ সাল পর্যন্ত সচল ছিল। কিন্তু এরপর পাথর বিক্রি কমে যাওয়ায় রেললাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এখন আবার পাথর উত্তোলনের পরিমাণ বাড়ায় রেললাইনটি সচল করার চেষ্টা করা হচ্ছে।

রেলপথে কঠিন শিলা ও কয়লা পরিবহনের জন্যই রেললাইনটি নির্মাণ করা হয়। এর মধ্যে বড়পুকুরিয়ায় যে কয়লা উত্তোলন হয়, তা সেখানকার বিদ্যুৎকেন্দ্রর চাহিদা মেটানোর পর আর অবশিষ্ট থাকে না।

জানা গেছে, রেলপথ অব্যবহৃত পড়ে থাকায় রেললাইনের ফিস প্লেটসহ অন্যান্য উপকরণ চুরি ও লুটপাট হয়ে গেছে। অবকাঠামো ও রেললাইন-সংলগ্ন জমি স্থানীয় জনসাধারণ দখল করে নিয়েছে। পড়ে থাকায় ভূমিহীনরা এখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে।

রেলপথটি কেবল খনির পাথর আনার জন্য ব্যবহৃত হওয়ায় এটির রক্ষণাবেক্ষণে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট নজর দেয়নি বলে অভিযোগ রয়েছে। এই পথে তাদের রাজস্ব আদায় না হওয়ায় তেমন নজর ছিল না। এ জন্য রেলপথটি ক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

খনির মধ্যের অংশের রেলপথ বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ দেখভাল করলেও বাইরের অংশের খবর তারা রাখতো না বলে অভিযোগ রয়েছে।

জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে মধ্যপাড়া ছয় বছর মেয়াদি একটি পাথর উত্তোলন চুক্তি করেছে। এই চুক্তির মূল্য ১৫০ মিলিয়ন ডলার। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৮৬ মিলিয়ন টন। জিটিসি খনির ১৪টি ইউনিট থেকে পাথর উত্তোলন করবে।

জানতে চাইলে খনির মহাব্যবস্থাপক মীর পিনাক ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সব কিছু চূড়ান্ত হবে।

অন্য এক কর্মকর্তা জানান, লাইনটি আগে থেকেই আছে, এখন এটি সংস্কারের প্রয়োজন পড়বে। আগের থেকে খনির উৎপাদন বাড়ায় এখন পাথর পরিবহনে সমস্যা সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা মনে করছি রেললাইনটি পুনরায় চালু করা জরুরি। তবে বিষয়টি সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে।

/এনএআর/
সম্পর্কিত
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে