X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফিলিপাইনের সৈকতে বিকিনি পরায় পর্যটক আটক ও জরিমানা

জার্নি ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:৩২

ফিলিপাইনের বোরাকো সৈকত ফিলিপাইনে পর্যটকদের অন্যতম আকর্ষণ বোরাকে আইল্যান্ড। এখানে সাদা বালির সৈকত ভ্রমণপ্রেমীদের মন জুড়িয়ে দেয়। কিন্তু এই সাগরপাড়ে আপত্তিকর বিকিনি পরে জনসমক্ষে আসায় আটক হয়েছেন তাইওয়ানের একজন নারী। পরে জরিমানাও গুনতে হয়েছে তাকে। তবে তার নাম জানা যায়নি।

ফিলিপাইনস নিউজ এজেন্সির (পিএনএ) তথ্যানুযায়ী, গত ৯ অক্টোবর ওই পর্যটক খুবই পাতলা বিকিনি পরে সৈকতে প্রেমিকের সঙ্গে এসেছিলেন। এ কারণে বিতর্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তার পোশাক নিয়ে অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্ট করা ছবি দেখে বিষয়টিকে গুরুত্ব দেয় পুলিশ।

পরদিন আবারও আপত্তিকর বিকিনি পরে সৈকতে আসায় ওই পর্যটককে আটক করা হয়। বোরাকে ইন্টার-এজেন্সি ম্যানেজমেন্ট ও পুনর্বাসন গ্রুপের প্রধান নাতিভিদাদ বারনারদিনো এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, হোটেল কর্মীরা এই অতিথিকে সাঁতারপোশাকটি সাগরপাড়ে বেমানান লাগবে বলে জানিয়েছিলেন। কিন্তু তাতে টনক নড়েনি তার। উল্টো হোটেল কর্তৃপক্ষকে তিনি শুনিয়ে দেন, ‘শিল্পের টুকরো এটি!’

পুলিশের একজন মুখপাত্র জানান, অশ্লীল পোশাক পরে সৈকতে আসার কারণে ওই নারীকে ফিলিপাইনের আড়াই হাজার মুদ্রা (৪ হাজার ২০০ টাকা) জরিমানা করা হয়। এরপর ছাড়া পেয়েছেন তিনি।

ফিলিপাইনের সৈকতে বিকিনি পরায় পর্যটক আটক ও জরিমানা পৌরসভা থানার প্রধান জেস বেলোন বলেন, ‘ওই যুগলের দেশীয় রীতিনীতি ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো তাদের দায়িত্ব। অন্য পর্যটকরা যেন এমন অশ্লীল পোশাক না পরেন সেজন্য তাকে আটক করা হয়েছিল।’

ফিলিপাইনের প্রাণকেন্দ্রে অবস্থিত বোরাকে আইল্যান্ড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সৈকতের মধ্যে অন্যতম। ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান, পানির গুণগত মানসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির পর গত বছরের অক্টোবরে এটি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তবে বোরাকেতে কয়েকটি কঠোর বিধি কার্যকর করা হয়েছে। যেমন, একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক বোরাকে আইল্যান্ডে নিষিদ্ধ। এছাড়া ইঞ্জিনচালিত পরিবহন কমানো হয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল