X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেমকন তরুণ কথাসাহিত্য ও কবিতা পুরস্কার পেলেন অভিষেক ও রফিকুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৭:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:২৪
image

জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ও তরুণ কবিতা পুরস্কার ২০১৯ পেয়েছেন যথাক্রমে অভিষেক সরকার ও রফিকুজ্জামান রণি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) লিট ফেস্টের প্রথম দিন বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

জেমকন তরুণ কথাসাহিত্য ও কবিতা পুরস্কার পেলেন অভিষেক ও রফিকুজ্জামান
অভিষেক সরকারের ছোটগল্প ‘নিষিদ্ধ’ এবং রফিকুজ্জামান রণির ‘ধোঁয়াশার তামাটে রঙ’ কবিতার পাণ্ডুলিপির জন্য তাদের পুরস্কৃত করা হয়। জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ তাদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় কাজী আনিস আহমেদ বলেন, ‘জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ ও কাগজ প্রকাশন ২০০০ সালে প্রথম তরুণদের সৃজনশীল লেখার পাণ্ডুলিপি আহ্বান করে। আহ্বানকৃত পাণ্ডুলিপি থেকে নির্বাচিত পাণ্ডুলিপিকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কৃত পাণ্ডুলিপিটি কাগজ প্রকাশন পরবর্তী বছর বইমেলায় গ্রন্থাকারে প্রকাশ করে।’
তিনি আরও বলেন, ‘অনেক বিখ্যাত লেখক এই পুরস্কার পেয়েছেন। তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে জেমকন সাহিত্য পুরস্কার তার নিজস্ব মর্যাদা অর্জন করেছে। আমাদের এটাও মনে হয়েছে, শুধু সেরা লেখক বা সেরা বইকে পুরস্কার প্রদান করলে সাহিত্যের প্রতি সম্পূর্ণ সুবিচার করা হয় না। তাই নতুনদের সাহিত্যে জায়গা দেওয়ার চিন্তা থেকে তাদের উৎসাহ দেওয়ার জন্য এই তরুণ পুরস্কারের প্রবর্তন।’
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রফিকুজ্জামান রণি বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ এবং আনন্দিত। ধন্যবাদ জানাই আয়োজকদের।’
অভিষেক সরকার বলেন, ‘এটি শুধু পুরস্কার নয়, সামনে আগানোর অনুপ্রেরণা।’ এ সময় কথাসাহিত্যিক আক্তার হোসেন, প্রশান্ত মৃধা, পশ্চিম বাংলার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক আহমেদ, কবি গৌতম গুহ রায়, কথাসাহিত্যিক পাপড়ি রহমান, কবি মৃদুল দাশগুপ্ত, কবি সাজ্জাদ শরিফ, কবি জুয়েল মাজহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম রেজা।

 

এইচএন/এনএ/এমওএফ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা