X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গ্যারেজে মানস-মৌদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২৩:০১আপডেট : ৩১ মার্চ ২০২০, ২৩:০১

গ্যারেজে অনুশীলন করছেন মানস-মৌরা আগামীকাল (বুধবার) থেকে শুরু হওয়ার কথা ছিল দেশের ঘরোয়া আসরের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বাংলাদেশ গেমস। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু ওলটপালট। মাঠে থাকার বদলে খেলোয়াড়দের থাকতে হচ্ছে ঘরে। অবশ্য বাসায় থাকলেও ফিটনেস ধরে রাখার সঙ্গে স্বল্প পরিসরে অনুশীলন করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম টেবিল টেনিসে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী।

করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় মানস চট্টগ্রামের রহমতগঞ্জের বাড়ির গ্যারেজ বেছে নিয়েছেন অনুশীলনের জন্য। সেখানে নিয়মিত চলছে অনুশীলন। তার সঙ্গে আছেন জাতীয় দলের আরেক খেলোয়াড় সাদিয়া রহমান মৌ, বিভু বিশ্বাস ও জাহিদ। বাড়ির গ্যারেজে টেবিল টেনিস বোর্ডে দিনে একবার হলেও অনুশীলন করছেন মানস-মৌরা।

অনুশীলন প্রসঙ্গে মানস বলেছেন, ‘করোনার কারণে আমরা বেশ সচেতন হয়েই নিজেদের মতো করে অনুশীলন করে যাচ্ছি। সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখছি। প্রয়োজনে মাস্কও পরছি। সবাই দূরত্ব রেখেই নিজেদের প্রস্তুতি সারছি।’

করোনার কারণে এখন সবকিছু বন্ধ। তাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিম কিংবা ফ্রেন্ডস ক্লাবে গিয়ে অনুশীলন চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মানস সেটি জানিয়ে বললেন, ‘বাংলাদেশ গেমস ও প্রিমিয়ার লিগ টেবিল টেনিস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হচ্ছে না। সবকিছু এখন বন্ধ। তাই আমার বাড়ির গ্যারেজই আমাদের অনুশীলনের ভেন্যু। যদিও এখানে আমি আগে থেকেই অনুশীলন করি। এখন সবকিছু বন্ধ থাকায় এখানেই নিয়মিত অনুশীলন করছে অনেকেই।’

মৌ ছাড়া বাকি তিনজন চট্টগ্রামের স্থানীয়। মামার বাড়িতে বেড়ানোর ফাঁকে টেবিল টেনিস অনুশীলনও চালিয়ে নিচ্ছেন তিনি। মৌ প্রসঙ্গে মানস বলেছেন, ‘মৌর মামা বাড়ি আমার বাসার কাছাকাছি। তাই ও নিজেই  আমার এখানে অনুশীলন করে থাকে। এছাড়া অন্যরাও আসে। সব ধরনের সাবধানতা মেনেই আমরা অনুশীলন করে যাচ্ছি, যেন করোনা পরিস্থিতির পর খেলা শুরু হলে শতভাগ ফিটনেস নিয়ে অংশ নিতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি