X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ০১:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৪:০৯

ফেরদৌসী আহমেদ লিনা মারা গেলেন জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী তানভীন সুইটি।

তিনি জানান, অনেক দিন ধরেই এই অভিনেত্রী কিডনি জটিলতায় ভুগছিলেন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তবে মরদেহ দাফনের বিষয়ে পারিবারিক কোনও সিদ্ধান্ত জানা যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
তানভীন সুইটি বলেন, ‘লিনা আন্টির দুটো কিডনিই ড্যামেজ ছিল অনেক দিন ধরে। কয়েক মাস আগে বিটিভিতে দেখা হয় আমার সঙ্গে। সেদিন একটি নাটকে কাজ করেছিলাম আমরা। অনেক ভালো মনের মানুষ ছিলেন। উনার আত্মার শান্তি কামনা করছি।’
ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকে তাকে পাওয়া গেছে।
ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা