X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ০৯:০৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৯:৪০

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ সময় সেখানে অন্তত দুইটি বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা

এ নিয়ে গত ৭২ ঘণ্টার মধ্যে ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে দ্বিতীয় দফায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো।

ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে সোমবার রাতে বাগদাদে যুক্তরাষ্ট্রের তাজি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, রাতে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তিনটি  রকেট নিক্ষেপ করা হয়।

এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন স্বার্থের ওপর আঘাত আসছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে দফায় দফায় রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। এমনকি বাগদাদের মার্কিন দূতাবাসও আক্রান্ত হয়েছে। দূতাবাসে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর ওই হামলার পরই ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মার্কিন বাহিনীকে ইরাক ত্যাগের আহ্বান জানায় বাগদাদ।

ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে মোকাবিলায় ব্যর্থতার জন্য ইরাক সরকারের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। এ মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাক সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে নিজ দেশে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি।

/এমপি/
সম্পর্কিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে