X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘নুরসহ সবাই গ্রেফতার না হলে অনশন ভাঙবো না’

ঢাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ২০:৪৯আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:০১




‘নুরসহ সবাই গ্রেফতার না হলে অনশন ভাঙবো না’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করা এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (সাময়িক অব্যাহতি পাওয়া) হাসান আল মামুন এবং আরও চার জনসহ ছয় আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন নির্যাতনের শিকার ছাত্রী।

গত ৮অক্টোবর রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন ইসলামিক স্টাডিজ বিভাগের ওই ছাত্রী। প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ মোতায়েন করে তার নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ইতোমধ্যে ঢাকা গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিরা হলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও ঢাবি শাখার সহসভাপতি নাজমুল হুদা।

জানতে চাইলে ওই ছাত্রী বলেন, ‘ছয় জন আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমি অনশন ভাঙবো না।’

অভিযোগের ভিত্তিতে ছাত্র অধিকার পরিষদ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৬ দিন পর রবিবার কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ধর্ষণের কোনও প্রমাণ পায়নি বলে জানান কমিটির প্রধান ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি সভাপতি বিন ইয়ামিন মোল্লাভ। প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ওই ছাত্রী তদন্ত কমিটির ওপর অনাস্থা প্রকাশ করে বলেন, “কমিটির প্রধান তদন্ত কমিটি গঠন করার আগে মানববন্ধন কর্মসূচিতে বলেছিলেন আমার ‘ধর্ষণের মামলা’ নাকি মিথ্যা। তাহলে তাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত কীভাবে সম্ভব?”

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি সভাপতি বিন ইয়ামিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটি গঠন হওয়ার পর আমি কোথাও এ বিষয় কোনও মন্তব্য করিনি। আমরা ধর্ষণের মতো গুরুতর একটি অভিযোগ নিরপেক্ষ এবং প্রমাণের ভিত্তিতে তদন্ত করার চেষ্টা করেছি। প্রমাণের জন্য আমরা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি আমাদের তথ্য- প্রমাণ দিয়ে সহযোগিতা করেননি।’

তদন্ত কমিটিকে অসহযোগিতার বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী ওই ছাত্রী বলেন, ‘মেডিক্যাল রিপোর্ট আমি থানায় দিয়েছি। তাদের ওপর আস্থা না থাকায় তথ্য-প্রমাণ দিইনি।’

অনাস্থার বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘তিনি কমিটিকে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করেননি। তিনি বলেছেন, ছাত্র অধিকার পরিষদকে কেন প্রমাণ দিবেন? তাহলে আমাদেরও প্রশ্ন হলো যাদের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ এনেছেন, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ না এনে ছাত্র অধিকার পরিষদকে জড়িয়ে কেন মামলা করেছেন?’

উল্লেখ্য, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনকে আসামি করা হয়। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।


আরও পড়ুন:
নুরের গ্রেফতারের দাবিতে অনশনে সেই ছাত্রী

ভিপি নুরের গ্রেফতারের দাবিতে অনশনরত ছাত্রী হাসপাতালে

অনশনে থাকা সেই ঢাবি ছাত্রীর সঙ্গে সংহতি জানালেন যারা

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

 

 

/টিটি/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী