X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় রায় হয়নি, পুনরায় অভিযোগ গঠনের শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১১:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৫৪

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়নি। পুনরায় অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনের ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে পুনরায় অভিযোগ গঠন করার আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিচারক রায় ঘোষণার জন্য পুনরায় এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সোমবার (২৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে জানান, এ  মামলায় পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ আসামিদের ন্যায়বিচার দাবি করেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার জানান, মঙ্গলবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে। কিন্তু মামলার যুক্তি-তর্কের শুনানির সময় দেখা যায়, মামলাটিতে কিছু অভিযোগ গঠনে ত্রুটি রয়েছে। ফলে আসামিদের সর্বোচ্চ শাস্তি নাও হতে পারে। সেজন্য সব আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের জন্য আবেদন করবো। আদালত যদি যথাযথ মনে করেন, তাহলে আবেদন মঞ্জুর করে রায়ের তারিখ পেছানো হবে। আবার আদালতে আবেদন নামঞ্জুর হলে রায় হয়েও যেতে পারে। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুও একই মন্তব্য করেন।

এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলো—জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক, সাইফুল ইসলাম ওরফে মানসুর, মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই।

এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই পলাতক রয়েছে। বাকিরা কারাগারে আছে।

 

 

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি