X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোদোমো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিসেস ট্যুরিজম ঐশী

লাইফস্টাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ১৯:২০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:৪৫

বিশ্বখ্যাত শিশু প্রসাধনী ব্র্যান্ড কোদোমোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘মিসেস ট্যুরিজম গ্লোবাল ২০১৯ (ফিলিপাইন)’ জয়ী ফারহানা আফরিন ঐশী। বুধবার (১৯ নভেম্বর) কোদোমোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফারহানা আফরিন ঐশীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন পেন্টাগন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম এম জাহিদ মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম ও ডিরেক্টর মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কোদোমো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিসেস ট্যুরিজম ঐশী
পেন্টাগন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম এম জাহিদ মাহমুদ বলেন, ‘কোদোমো পরিবারে ফারহানা আফরিন ঐশীকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি ঐশীর সঙ্গে আমাদের পথচলা দীর্ঘ হবে।’ পেন্টাগন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম বলেন, ‘আমাদের পণ্যের সরাসরি ভোক্তা শিশুরা কিন্তু তাদের জন্য পণ্যটি নির্বাচন করেন তাদের অভিভাবক। আমরা এমন একজনকে খুঁজছিলাম যিনি একাধারে একজন মা, পণ্যের সাথে যার সরাসরি যোগাযোগ আছে এবং যার আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃতি আমাদের পণ্যের প্রচারে সহায়তা করবে। তাই সব দিক মিলিয়ে ঐশীকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যথাযথ মনে হয়েছে।’
পেন্টাগন ইন্টারন্যাশনালের ডিরেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, ‘মিসেস ট্যুরিজম গ্লোবাল মুকুট জয়ী ফারহানা আফরিন ঐশী আজ থেকে কোদোমো পরিবারের সদস্য। ঐশীকে নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে আগামীতে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমাদের টিমের সকল সদস্যদের পক্ষ থেকে ঐশীকে শুভ কামনা।’
ফারহানা আফরিন ঐশী বলেন, ‘আমি কোদোমোর মতো ব্র্যান্ডের বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে পেরে গর্ব বোধ করছি। শিশু প্রসাধনী ব্র্যান্ড কোদোমো বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়। আমি আমার মেধা ও শ্রম দিয়ে কোদোমোর পাশে থাকতে চাই। অ্যাম্বাসেডর হিসেবে আগামীতে ভালো কিছু নিয়েই উপস্থিত হবো সবার সামনে।’
উল্লেখ্য, ফিলিপাইনে অনুষ্ঠিত ‘মিসেস ট্যুরিজম-২০১৯’ সুন্দরী প্রতিযোগিতায় ‘মিসেস ট্যুরিজম গ্লোবাল’ মুকুট জয় করেন ফারহানা আফরিন ঐশী। জন্ম তার ঢাকায়। ঐশী ৪ বছর বয়স থেকে সংগীত ও নৃত্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ঐশী লেখালেখি এবং ছবি আঁকাতেও পারদর্শী। মেধাবী এই তরুণীর স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা, গান গেয়ে মানুষের হৃদয় জয় করা। দর্শকশ্রোতার প্রশংসা আর ভালোবাসাই তার এগিয়ে যাওয়ার মূল প্রেরণা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা