X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আ.লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ বলে ফেলার মাশুল দিলেন জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০১:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০২:১৮

জাহাঙ্গীর আলম





নিজ দল আওয়ামী লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক মো. আবু হাসনাত মো. শহিদ বাদলের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।

জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘স্বাধীনতাবিরোধী দল’ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এখানে উল্লেখ্য থাকে যে, ২১ নভেম্বর ২০২০ তারিখে আপনার দেওয়া বক্তব্য ক্ষমার অযোগ্য। যাহা বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।’
চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বরাবরও।
এদিকে, ২১ নভেম্বর ‘আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী দল’ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
তবে জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার নির্দেশে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভাঙার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে এ কথা বলে ফেলেছি। তিনি বলেন,মানুষ মাত্র ভুল হয়। পরে বিষয়টি বুঝত পেরে স্থানীয় গণমাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে আমার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছি। একই সাথে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকবো বলে অঙ্গীকার করেছি ।
তার দাবি, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়মের সমালোচনা করেন বলে ব্যক্তিগত ঈর্ষা থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তড়িঘড়ি করে আমাকে দল থেকে অব্যাহতির চিঠি দিয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারা তা পারেন না। আমি যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে থাকি কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল