X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রিয়াল!

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১০:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:১১

রিয়ালের হতাশার রাত।

চ্যাম্পিয়নস লিগে গতকাল সুবর্ণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। বিবর্ণ শুরুর পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছিল। তাই গতকাল শাখতার দোনেৎস্ককে হারালেই নকআউট নিশ্চিত হয়ে যেত রিয়ালের। ড্র করলেও সম্ভাবনা থাকতো। কিন্তু শাখতারের কাছে ফিরতি লেগে ফের ২-০ গোলে হেরে এখন গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গেছে লস ব্লাঙ্কোসরা।

‘বি’ গ্রুপে এখন তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। ম্যাচ বাকি আরও একটি। ১৩ বারের চ্যাম্পিয়নরা গোল হজম করে বসে ৫৭ মিনিটে। রাফায়েল ভারানের অমনোযোগিতায় বল পেয়ে শাখতারের বদলি খেলোয়াড় দেন্তিনহো করেছেন প্রথম গোল।

৮২ মিনিটে প্রতি আক্রমণ থেকে এককভাবে জয় সুনিশ্চিত করেছেন শাখতারের ইসরায়েলি ফরোয়ার্ড মানোর সলোমন।

এই জয়ে ‘বি’ গ্রুপ দুইয়ে অবস্থান করছে শাখতার। রিয়ালের মতো সমান ৭ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তারা। অক্টোবরে মাদ্রিদের বিপক্ষে তারা জিতেছিল ৩-২ গোলে। পরের সপ্তাহে মুনশেনগ্লাডবাখকে আতিথ্য দেবে রিয়াল। আর শাখতার মুখোমুখি হবে তলানির দল ইন্টার মিলানের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখন চারটি দলেরই নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে!

‘এ’ গ্রুপ থেকে একই দশা আতলেতিকো মাদ্রিদেরও। বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। এর ফলে ঝুলে আছে তাদের নকআউট ভাগ্য। সলসবুর্গের বিপক্ষে এখন শেষ ম্যাচে হার এড়াতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে আতলেতিকোর। গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউটে চলে গেছে বায়ার্ন। দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬।

রিয়াল ব্যর্থ হলেও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। ইনজুরি আক্রান্ত হয়েও আয়াক্সকে তারা হারিয়ে দিয়েছে ১-০ গোলে। অবশ্য গোলটিও এসেছে ভাগ্যের ছোঁয়াতে। নেকো উইলিয়ামসের ক্রস এগিয়ে এসেও নিজের আয়ত্তে নিতে পারেননি আয়াক্স গোলকিপার ওনানা। ততক্ষণে এগিয়ে আসা কার্টিস জোন্স ফাঁকা পেয়ে জালে পাঠিয়ে দেন বল। এই গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতালান্তা, এক পয়েন্ট কম নিয়ে তার পরেই রয়েছে আয়াক্স। নক আউটে যেতে হলে আতালান্তাকে শেষ ম্যাচে হারাতেই হবে তাদের।

এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেও শেষ ষোলো নিশ্চিত করেছে পোর্তো। ড্রয়ের ফলে গ্রুপ জয়ী হয়ে গেছে ম্যানসিটিও।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল