X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এ দেশের মুসলমানরা পারিবারিকভাবেই ধর্ম শেখে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯

জাসদের বিক্ষোভ মিছিল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘রাজাকার, রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজদের কাছ থেকে নতুন করে ইসলাম শিখতে হবে না। জামায়াত, মুসলিম লীগ, নেজামে ইসলামী, হেফাজত, খেলাফত মজলিশ, বাবুনগরী, মামুনুল, চরমোনাই পীরের মতো রাজনীতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজ, তেঁতুলমার্কা হুজুরদের জন্মের কয়েকশ’ বছর আগে থেকেই দেশের মানুষ মুসলমান। এ দেশের মুসলমানরা পারিবারিকভাবেই দাদা-দাদি, নানা-নানি, আব্বা-আম্মার কাছ থেকে ধর্ম শেখে। ঘরে-মসজিদে-মক্তবে কায়দা, আমপারা, শিপারা, নামাজ পড়া, রোজা রাখা শেখে।’ 

রবিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে’ ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘বঙ্গবন্ধুকে মানি, কিন্তু ভাস্কর্য মানি না—এই কথা বলে রাজনৈতিক মোল্লারা তাদের কথার সুর পাল্টালেও এদের ছাড় পাওয়ার, পার পাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান-ভাস্কর্যের বিষয়ে কোনও ছাড়, সমঝোতা, আপস বা মাঝামাঝি কোনও পথ নেই। সংবিধানের কোনও বিকল্প নেই, ভাস্কর্যেরও কোনও বিকল্প নেই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে, আর ভাস্কর্যও থাকবে।’

তিনি বলেন, ‘মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রাজনৈতিক মোল্লাদের বেহিসাবি আয়-রোজগার-সম্পদের হিসাব আদায় করা শুরু করবে। মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের হিসাব নেবে। বিচার করবে। জনগণ ইমাম, মোয়াজ্জিন, খতিব, মাওলানা, মৌলভী সাহেবদের সম্মান করে। কিন্তু তারা নামাজ পড়ানো ও ধর্ম শিক্ষা দেওয়া বাদ দিয়ে বিএনপি-জামায়াতের ভাড়াটে খেলোয়াড় হিসেবে যদি রাজনীতি করা শুরু করেন, নিজেদের রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফেলেন; তাহলে কিন্তু মানুষ মসজিদে মসজিদে কথা বলা শুরু করবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।

সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা, প্রেস ক্লাব, হাইকোর্ট, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করেন।

আজকের সমাবেশ থেকে আগামী ২০ ডিসেম্বর আবারও ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে জাসদ।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ