X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এবার অন্তর্জালেও দেখা যাবে ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৩:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৩:০৫

এবার অন্তর্জালেও দেখা যাবে ‘রূপসা নদীর বাঁকে’ তানভীর মোকাম্মেলের ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ মুক্তি পেলো ১১ ডিসেম্বর। ছবিটি প্রদর্শনীর ধারায় এনেছে নতুনত্ব।
প্রথম সপ্তাহে এটি দর্শকরা দেখতে পেরেছেন ঢাকা ও চট্টগ্রামের অভিজাত তিনটি মাল্টিপ্লেক্স ছাড়াও শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। দ্বিতীয় সপ্তাহে এসে সেই ধারায় এবার যুক্ত হলো অন্তর্জাল।
নির্মাতা তানভীর মোকাম্মেল জানান, আগ্রহী দর্শকরা চাইলে ঘরে বসে নিজ ডিভাইসেও এই ছবিটি উপভোগ করতে পারবেন। ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিন জুম অ্যাপের মাধ্যমে এই প্রদর্শনী চলবে। এরজন্য দর্শকদের কাটতে হবে আগাম টিকিট।
টিকিট কেটে অন্তর্জালে ছবিটি দেখার নিয়ম প্রসঙ্গে নির্মাতা জানান, প্রদর্শনীর সময়সূচি হচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা। দেখতে হলে গুণতে হবে ২শত টাকা। টাকাটি পাঠাতে হবে বিকাশের মাধ্যমে এই নম্বরে- +৮৮ ০১৯২৭ ৫২৫৩৬৪। বিকাশ করার সময় ই-মেইল আইডিটি অবশ্যই জানাতে হবে। ২৪ ডিসেম্বর টিকিট বুকিং দেওয়ার শেষ দিন। অর্থপ্রাপ্তির পর দর্শকের ই-মেইল আইডিতে ছবিটি দেখার জুম লিঙ্ক পাঠানো হবে।
‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছির উদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশুশিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।
এবার অন্তর্জালেও দেখা যাবে ‘রূপসা নদীর বাঁকে’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন বামপন্থী নেতার জীবন নিয়ে। এই মানুষটির জীবন ও ত্যাগী রাজনৈতিক জীবনই চলচ্চিত্রটির মূল উপজীব্য। আর চলচ্চিত্রটির শেষ হবে মুক্তিযুদ্ধে এসে। সেই ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম।’
ছবিতে উঠে আসবে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা।
এদিকে ছবিটি আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি ৫১তম গোয়া চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে।

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!