X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

প্রস্তুতি ম্যাচ: তামিম ২৮, সাকিব উইকেটশূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৩:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে। আজ (বৃহস্পতিবার) বিকেএসপির ৪০ ওভারের ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দল দুটির নামও রাখা হয়েছে অধিনায়কদের নামে। প্রথমে ব্যাট করে তামিমের দল ৩৭.২ ওভারে অলআউট হয় ১৬১ রানে।

লিটন-সৌম্য-মিঠুন-নাজমুল-সাইফউদ্দিনদের নিয়ে গড়া দলটির ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। তরুণ পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ২৮ রান। সৌম্য ২৪, নাজমুল ২৭ ও লিটনের ব্যাট থেকে আসে ২ রান।

মাহমুদউল্লাহর দলের হয়ে পেসার হাসান মাহমুদ ২১ রানে ৪ উইকেট পেয়ে ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে থাকার দাবি জোরালো করেছেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সাকিব বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৬ ওভারে ৩১ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। এছাড়া শরিফুল ইসলাম ও আল আমিন হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার ম্যাচগুলো মাঠে থেকে দেখবেন। দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঠিক করবেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ (আফিফ ৩৫, তামিম ২৮, নাজমুল ২৭, সৌম্য ২৪, মিঠুন ১৬, মোস্তাফিজ ৯, সাইফউদ্দিন ৭, লিটন ২, নাসুম ২, মোসাদ্দেক ১, রুবেল ০; হাসান মাহমুদ ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২, সাকিব ০/৩১, তাইজুল ০/২৭)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’