X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ১৫:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৪৯
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন এবং সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুস সাদেকীন।
 
ওয়েবিনারে বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনিস্টিটিউটের গবেষণা পরিচালক ড. এম. এ রাজ্জাক, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহাদত হোসেন সিদ্দিকী, লিগ্যাল ইকোনমিস্ট ও বিসিএফ এর কো-কনভেনার মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, ইকোনমিক এনালিস্ট ও বিসিএফ এর মেম্বার সেক্রেটারি মো. মাজেদুল হক এবং সোহাগী ইন্টারন্যাশনাল লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এ টি এম ইফতেখার হোসাইন।
 
আলোচনার শুরুতে ড. এম. এ রাজ্জাক স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য ৩টি সূচকের কথা বলেন এবং বাংলাদেশের সাথে অন্যদেশের তুলনামূলক আলোচনা করেন যেখানে ড. নাজনীন স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির কথা বলেন। তাছাড়া তিনি দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 'ওয়ালটন ইফেক্ট' উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
অন্যান্যদের মধ্য প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত বলেন যে, আমাদের টেকসই আয় বাড়ানোর জন্য প্রবৃদ্ধি এবং বিনিয়োগের প্রতি মনোযোগ দিতে হবে। তাছাড়া প্রকৌশলী ইফতেখার হোসাইন আমাদের এখনই স্বল্পোন্নত থেকে বের হবার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন এলাকা যে যে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করতে দক্ষ ওইসব এলাকায় ঐ সম্পর্কিত ইকোনোমিক জোন স্থাপনের প্রস্তাব পেশ করেন। মোহাম্মদ শাহজাহান সিদ্দিক স্বল্পোন্নত থেকে বের হয়ে কর্মসংস্থান বাড়ানোর জন্য কাস্টমস আইন রিফর্ম, ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধি এবং ট্যাক্স-জিডিপি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে মো. মাজেদুল শ্রমিকদের অধিকারে গুরুত্ব দিয়ে 'রিজিওনাল প্রোডাক্টিভিটি' বাড়ানোর কথা বলেন।
 

ওয়েবিনার পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দে। এতে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ অংশগ্রহণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো