X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জোর করে বিয়ে, তালাক নিয়েছে সাহসী কিশোরী

শাহেদ শফিক
২২ জানুয়ারি ২০২১, ০০:২১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০৯:৪৫

বিয়ের বয়সে পৌঁছতে এখনও দুই মাস বাকি। আগেও কয়েকবার বিয়ের আয়োজন করেছিলেন বাবা-মা। সবগুলো থেকে নানা কৌশলে নিজেকে মুক্ত রাখতে পারলেও সর্বশেষ আয়োজনে ব্যর্থ হয় কিশোরী। বিয়ে হয়ে যায়। বর সমাজের কাঙ্ক্ষিত বড় চাকুরে, পুলিশ কর্মকর্তা। জোর করে টিপসই দিয়ে হওয়া বিয়ে থেকে অনেক চেষ্টা করেও যেখানে সে ব্যর্থ সেখানে সহযোগিতা চাইলো বন্ধুদের। ফোন করে সরকারের জরুরি হেল্প লাইন ‘৯৯৯’-এ। ততক্ষণে তার বিয়ে সম্পন্ন। কোনওভাবেই এই বিয়ের জন্য প্রস্তুত ছিল না রাজধানীর একটি নামকরা স্কুলের শিক্ষার্থী রিফা (ছদ্মনাম)। রিফা বাবা-মায়ের সঙ্গে আজিমপুরের একটি বাসায় থাকতো।

বৃহস্পতিবার কিশোরী রিফাকে সদ্য বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশের এএসপি আসবেন ঘরে তুলে নিতে। বুধবার রাত থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন কিশোরী। কীভাবে বেরিয়ে আসবে বাসা থেকে, সবাইকে বলবে সে স্বীকার করেনি এই বিয়ে। এরই মধ্যে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বামী জোর করে রিফাকে নিয়ে মার্কেট গেলে ফেরার পথে সহযোগিতা চাওয়া বন্ধু ও সাংবাদিকদের তার বাসার সামনে পেয়ে যায় রিফা। সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) একজন প্রতিনিধি তাকে আইনি সহযোগিতা দিতে আসেন। বর যখন মার্কেট সেরে রিফাকে নিয়ে বাসার নিচে উপস্থিত ঠিক তখন বন্ধুদের দেখে আবারও নিজের বাল্যবিয়ের প্রতিবাদ করে ওই শিক্ষার্থী। উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানায়, জোর করেই তাকে বিয়ে দেওয়া হয়েছে। সে এই বিয়েতে রাজি নয়। তার এখনও বিয়ের বয়স হয়নি।

এসময় স্বামী ও বাবা তার সঙ্গে জোরাজুরি করতে থাকনে। বহু চেষ্টার পরেও বাসার নিচ থেকে স্বামীর সঙ্গে ওপরে উঠতে চাইছে না রিফা। বাল্যবিয়ে দানকারী রিফার বাবারও অনেক চেষ্টা মেয়েকে স্বামীর সঙ্গে দিয়ে দেওয়ার। ঠিক তখনই বন্ধুদের সঙ্গে বের হয়ে থানায় চলে যায় রিফা। বলে, কোনওভাবেই এই বাল্যবিয়েতে রাজি ছিল না সে। অনেক চেষ্টা করে আগে কয়েকদিন বিয়ে ঠেকিয়েছেন। তার স্বপ্ন অনেক বড়। যেতে চায় বহুদূর। আরও পড়াশোনা করে অনেক বড় হতে চায়।

বয়স বাড়িয়ে দেয় পরিবার

রিফা জানায়, ৮ম শ্রেণি থেকেই তার বাবা তাকে কয়েক বার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রতিটি বিয়ে থেকে বিভিন্নভাবে নিজেকে মুক্ত রাখতে পেরেছে সে। সর্বশেষ এই বিয়েতেও যখন রাজি হচ্ছিল না ঠিক তখন বাবা তার বয়স বাড়িয়ে এফিডেভিট করে তার বয়স ১৯ করে নেন। অনেক প্রতিবাদ করেও বিয়ে ভাঙতে পারেনি রিফা। সর্বশেষ গত ১৫ জানুয়ারি ৩৭তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশের একজন এএসপি সঙ্গে জোর করে বিয়ে দেয় বাবা মা। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় রিফা। এক পর্যায়ে ৯৯৯ এর ফোন করেন ততক্ষণে বিয়ে সম্পন্ন হয়ে যায়।

ছয়দিনের মাথায় তালাক

পরে সহপাঠীদের সহযোগিতায় লালবাগ থানায় আশ্রয় নেয় রিফা। সেখানে কিশোরীর সম্মতিতে বিয়ে বিচ্ছেদ ঘটে। রিফা থানায় আশ্রয় নেওয়ার পর থানা থেকে তার বাবা-মাকে ডেকে পাঠানো হয়। সেখানে তার দুই চাচা, মা, বাবা ও স্বামী আসেন। এক চাচা থানায় ঢুকেই মেয়েটিকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। এসময় রিফাকে সহযোগিতার অভিযোগে তার বন্ধুদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে দুই চাচা। তাকে নিয়েও ধস্তাধস্তি করা হয়। এক পর্যায়ে কোনও ভাবেই বিয়েতে রাজি করাতে না পেরে চলে যায় তার পরিবারের সদস্যরা।

ফেসবুক প্ল্যাটফর্ম প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে থেকে প্রথম এই সংবাদটি ছড়িয়ে দেওয়া হয়  এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।

মেয়েটির বাল্যবিয়ের খবর শুনে সাংবাদিক ও নারী অধিকার কর্মী বীথি সপ্তর্ষিও এই ঘটনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মেয়েটির সঙ্গে তিনিও থানায়ও উপস্থিত হন। এসময় তার সঙ্গেও সঙ্গে দুর্ব্যবহার করে পরিবারের সদস্যরা।

  আজ রাতে সেফ হোমে, কাল সিদ্ধান্ত

বাবা বাসায় নিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে তাকে সেফ হোমে রাখা হয়েছে। শুক্রবার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার গন্তব্য নির্ধারিত হবে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মেয়েটিকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সে আমাদের থানায় এসে বলেছে, এই বিয়েতে সে রাজি নয়। তার কথা অনুযায়ী আমরা তাকে সেফ হোমে রেখেছি। কাল আমরা তাকে আদালতে প্রেরণ করবো।

 

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা