X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিরাজের ছোবলে সিরিজ জেতার পথ সহজ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:৫৪

কাজ সেরে রাখলেন বোলাররা, এবার পালা ব্যাটসম্যানদের। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের বোলাররা। শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের চাপে ফেলে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয় তামিম ইকবালরা। দারুণ বোলিংয়ে সিরিজ জেতার লক্ষ্যটাও সহজ হয়েছে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের চাই ১৪৯ রান।

ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল মিরাজ। আর সাকিব ১০ ওভারে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। তাদের সঙ্গে মোস্তাফিজুর রহমানের (২/১৫) চমৎকার বোলিংয়ে ক্যারিবিয়ানরা ৪৩.৪ ওভারে অলআউট হয় ১৪৮ রানে।

আগের ম্যাচের মতো শুক্রবারের দ্বিতীয় ওয়ানডেতেও ছন্দে ছিলেন মিরাজ-সাকিব। পাল্লা দিয়ে উইকেট তুলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একের পর এক উৎসবের মুহূর্ত এনে দিয়েছেন স্বাগতিকরা। মিরাজ এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন। এরপর সাকিব আল হাসানের আঘাতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চেপে ধরেন মিরাজ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে ডানহাতি স্পিনার ফেরান কিয়র্ন ওটলিকে। ২৪ রান করে ক্যারিবিয়ান ওপেনার ধরা পড়েন তামিম ইকবালের হাতে। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ওই ওভারের চতুর্থ বলে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন জোশুয়া দা সিলভা। বোল্ড হয়ে ফেরার আগে করেন মাত্র ৫ রান।

পরের ওভারেই আবার সাকিবের আঘাত। প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। ষষ্ঠ বলে তিনি বোল্ড করেন আন্দ্রে ম্যাকার্থিকে (৩)। এই সাকিবের ওভারেই আবার রান আউটের শিকার হন কাইল মায়ার্স। নাজমুল হোসেন শান্তর চমৎকার থ্রো ধরে উইকেটকিপার মুশফিকুর রহিম স্টাম্প ভেঙে দিলে রানের খাতা খোলার আগে তাকে ফিরতে হয়।

খানিক পর আবার সাকিবের উইকেট উদযাপন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান। যাওয়ার আগে জেসন করেন ১১ রান।

সাকিব-মিরাজদের আনন্দের সঙ্গে যোগ দেন হাসান মাহমুদ। অভিষেকে আলো ছড়ানো এই তরুণ পেসারের বলে বোল্ড হয়ে যান ২০ রান করা এনক্রুমা বনার। খানিক পর মিরাজের তৃতীয় শিকার হয়ে রেমন রেইফার (২) ফিরলে ৮৮ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০০ পেরোতে পারবে কিনা, সেই সংশয়ও জাগে। কিন্তু রোভম্যান পাওয়েলের ব্যাটে ১৪৮ পর্যন্ত গেছে ক্যারিবিয়ানদের স্কোর। মিরাজের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পাওয়েল ৬৬ বলে ২ চার ও ১ ছক্কায় খেলেন ৪১ রানের ইনিংস।

এর আগে বাংলাদেশকে দারুণ ‍শুরু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়েছেন সুনিল অ্যাব্রিসকে। ৬ রান করে ক্যারিবিয়ান ওপেনার আউট হন মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যাব্রিস, জোশুয়া দা সিলভা (উইকেটকিপার), আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমা বনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেফ, আকিল হোসেইন, কিয়র্ন ওটলি।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড