X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলের কারণে পেছাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল!

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৮:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

আইপিএলের কারণে পাল্টে যাচ্ছে বৈশ্বিক ক্রিকেট সূচি। যার প্রমাণ মিললো আবারও। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের ফাইনাল হওয়ার কথা ছিল এই বছরের ১০ থেকে ১৪ জুন। কিন্তু এই বছরের আইপিএলের ফাইনালের তারিখ এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমন তথ্যই জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআই। ফলে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। যার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৮ থেকে ২২ জুন।

মূলত আইপিএলে অংশ নিতে যাওয়া ক্রিকেটাররা ফাইনালের আগে প্রস্তুতির জন্য যেন পর্যাপ্ত সময় পান, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত। তার ওপর আবার লর্ডসে খেলতে যাওয়ার পর সেখানে কোয়ারেন্টিনের সময় সীমার বিষয়টিও ভাবিয়েছে আইসিসিকে। ফলে আনুষ্ঠানিক একটা তারিখের কথা জানাবে আইসিসি-ই।

আবার সোমবার নিজেদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার শুরুটা হবে ২ জুন নিউজিল্যান্ড-ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ দিয়ে। ফলে নতুন তারিখ ঘোষণা হলে কিছুটা সময় নিয়েই সেটি আয়োজন করতে পারবে ইসিবি।

এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে ভারত। তাদের পরেই আছে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া এবং চারে ইংল্যান্ড। এই সময়ে ভারত ইংল্যান্ডের সঙ্গে আরও একটি সিরিজ খেলার সুযোগ পাবে। আর অস্ট্রেলিয়াও খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অজিদের ফাইনালে যেতে হলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয় ছাড়া বিকল্প নেই। কারণ ভুলে গেলে চলবে না, টেবিলের শীর্ষে থাকা দুটি দলই খেলবে ফাইনালে।       

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা