X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির হল খোলার সুপারিশ

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২১:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:০৩

মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার সুপারিশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির মিটিংয়ে এর সুপারিশ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভাটি উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয়।

তবে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে হলে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে শুধু আবাসিক শিক্ষার্থীরা হলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। প্রথমে মাস্টার্সের পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। এরপর তাদের পরীক্ষা শেষ হলে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীরা হলে প্রবেশ করবেন।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, হলে অবস্থানকারী অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে হলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হলে এরপর অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার সুপারিশ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত হবে।

প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের হলে থাকার সুপারিশ গৃহীত হয়েছে। আমরা পরীক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করেছি। তাদের পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে হলে প্রবেশ করানো হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য গত বছরের মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে। কিন্তু অনার্স শেষ না করতে পারায় আবেদন করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানালে অবশেষে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হল বন্ধ রেখে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি জোরালো হয়।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা