X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অভাব আর অভিমানে শিশুকে পানিতে ফেলে দিলেন মা!

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৯ জানুয়ারি ২০২১, ২১:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৫৪

দুই বছর আগে বিয়ে হয় জমিলার। বছর পেরুতেই কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান জাহিদ। সন্তানের জন্মে কোল আলোকিত হলেও জমিলার জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হন তিনি। ফিরে আসেন বাবার বাড়িতে। কিন্তু দিনমজুর বাবার ঘাড়ে বোঝা হয়ে পড়েন জমিলা। কোলের শিশুসন্তান জাহিদকে নিয়ে পড়েন নানা বিড়ম্বনায়। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত অভাবী জমিলা নিজের ও সন্তানের ভরণপোষণ জোগাতে ব্যর্থ হয়ে অভিমানে শেষ পর্যন্ত ১৫ মাস বয়সী সন্তানকে পানিতে ফেলে দেন। পানিতে ফেলে দিয়েই সটকে পড়েন জমিলা। ডুবে যাওয়ার প্রাক্কালে অবুঝ শিশুর কান্না ও ছটফট শব্দে পথচারী আর এলাকাবাসীর সহায়তায় জীবিত উদ্ধার হয় শিশুটি। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিশুটিকে উদ্ধারে অংশ নেওয়া দুলাল হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ি থেকে তিনি ওই পথে বাজারে যাচ্ছিলেন। এ সময় ব্রিজের উপরে উঠলে এক নারীকে পানিতে কিছু ফেলতে দেখেন। পরক্ষণেই ওই নারী ( জমিলা) সেখান থেকে পালিয়ে যান। কিছু পড়ার শব্দ শুনে দুলাল হোসেন ব্রিজের নিচে তাকিয়ে দেখেন একটি শিশু ডুবন্ত অবস্থায় হাত-পা নাড়ছে আর কাঁদছে। এ অবস্থায় দুলাল চিৎকার করতে থাকেন। তার চিৎকারে স্থানীয় ফরিদুল ইসলাম ও এক পথচারী এগিয়ে আসেন। তারা তিন জন মিলে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন।

দুলাল বলেন, ‘ডুবন্ত শিশুটিকে উদ্ধারের পর আগুন জ্বালিয়ে উত্তাপ দিই। এ সময় ব্রিজের পাশের বাড়ির বাসিন্দা রফিকুল ও এলিনা বেগম দম্পতি শিশুটিকে নিজেদের হেফাজতে নেন এবং পরিচর্যা করেন। বর্তমানে শিশুটি তাদের হেফাজতে রয়েছে।’

নিজ সন্তানকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে জমিলা বেগম স্থানীয় সংবাদকর্মীদের জানান, এক বছর আগে দুই মাসের সন্তান জাহিদকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হন তিনি। পরে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামে দরিদ্র বাবা জয়নাল মিয়ার বাড়িতে ফিরে আসেন। দিনমজুর বাবার সংসারে অভাব-অনটন থাকায় নিজের ও সন্তানের ভরণপোষণ নিয়ে প্রায়ই ঝগড়া হচ্ছিল। সন্তানের খাবার জোগাড় করতে পারছিলেন না জমিলা। অভাব আর অভিমানে সন্তানকে পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

জমিলার বাবা জয়নাল মিয়া জানান, দুই বছর আগে রংপুরের মডার্ন মোড়ের ভর্ত কবিরাজের ছেলে হাফিজুরের সঙ্গে বিয়ে হয় জমিলার। বিয়ের এক বছর পরেই দুই মাসের শিশুসন্তানসহ স্বামী পরিত্যক্তা হন জমিলা। পরে তার বাড়িতে ফিরে আসেন। এর আগে তিন সন্তানসহ বড় মেয়ে জরিনাও তার সংসারে ফিরে এসেছে। সব মিলিয়ে ৯ জনের ভরণপোষণ চালানো অসম্ভব হয়ে উঠে জয়নালের। স্বামীর বাড়ি ফেরত দুই মেয়ে আর তাদের সন্তানদের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছিলেন জয়নাল মিয়া।

জয়নাল বলেন, ‘সকালে আমি ও আমার ছেলে মাটি কাটার কাজে বের হয়েছিলাম। পরে লোকজনের কাছে জানতে পারলাম, আমার মেয়ে জমিলা তার ছেলে জাহিদকে পানিতে ফেলে দিয়েছে। আমি অভাবী মানুষ। কেমন করে কী করবো বুঝতে পারছি না।’

তবে জমিলার নানি সুফিয়া বেওয়া জানান, তার ভিক্ষাবৃত্তির চাল দিয়ে মাঝেমধ্যে তার (জমিলা) সন্তানের খরচ চলতো। জমিলা তার সন্তানের জন্য অনেক নির্যাতন আর কষ্ট সহ্য করেছে। এসব নির্যাতন আর কষ্ট থেকে বাঁচতে নিজ সন্তানকে পানিতে ফেলে দিয়েছে সে।

এদিকে শিশুটিকে হেফাজতে নেওয়া এলিনা বেগম জানান, শিশুটির প্রয়োজনীয় পরিচর্যা করা হয়েছে। শিশুটিকে তিনি লালন পালন করতে চান।

ঘটনার সত্যতা স্বীকার করে বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘মূলত অভাব আর অভিমানে জমিলা শিশুসন্তানকে ব্রিজ থেকে পানিতে ফেলে দিয়েছিল বলে জানতে পেরেছি। শিশুটি আপাতত রফিকুল ও এলিনা বেগম দম্পতির কাছে রয়েছে। তাকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হবে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘জমিলা বেগমকে ভিজিএফ কার্ডসহ বিধবা ভাতার সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি তার আর অভাব থাকবে না। সে তার শিশুকে ঠিকমতো লালন পালন করতে পারবে।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, ‘বিষয়টি জানার পর আমি স্থানীয় চেয়ারম্যানকে খোঁজ নিয়ে ওই নারী ও তার সন্তানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছি। প্রয়োজনে ওই নারীকে আর্থিক সহায়তাও দেওয়া হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। প্রয়োজনে ওই নারীকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা ছাড়াও আর্থিক সহায়তা করা হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্লিনে বাংলাদেশ চ্যান্সারির ভিত্তিপ্রস্তর স্থাপন
বার্লিনে বাংলাদেশ চ্যান্সারির ভিত্তিপ্রস্তর স্থাপন
‘স্বামীকে হারিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না’
‘স্বামীকে হারিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না’
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
রবিবার থেকে কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ
৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টিরবিবার থেকে কিছু এলাকায় কমতে পারে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন