X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিন জেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মে ২০১৬, ২২:৫০আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৫৩

বজ্রাঘাত যশোর, গাইবান্ধা ও মানিকগঞ্জে মঙ্গলবার বজ্রাঘাতে তিন ব্যক্তি মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর প্রতিনিধি জানান, যশোরে বজ্রাঘাতে রুমা বেগম (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কাস্তা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী। মঙ্গলবার দুপুরে জেলার কেশবপুর উপজেলার কাস্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় মেয়েকে খুঁজতে তিনি বাড়ির বাইরে যান। এ সময় পাশের একটি বটগাছে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী (পাড়ের হাট খোলা) গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রাঘাতে শেফালি বেগম (১৫) নামে কিশোরী মারা গেছেন।

নিহত শেফালি ওই গ্রামের আলকাছ আলীর মেয়ে ও পশ্চিম ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে শেফালি বেগম গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা বাতাসের সময় প্রতিবেশীর বাগানে আম কুড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় বজ্রাঘাতে আবদুস সালাম (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি মৃত আবদুস সোবাহানের ছেলে। 
সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে  প্রবল ঝড় আর বৃষ্টির মধ্যে চকে বেঁধে রাখা গরু আনতে গেলে আকস্মিক বজ্রাঘাতে তিনি চকের মধ্যেই মারা যান।

বিষয়টি অবহিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান। তিনি জানান, এ ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে আরও ২০ জন গ্রেফতার 

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু