X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ডিসি লেকের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৭:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৭:১১

টাঙ্গাইলে ডিসি লেকের উদ্বোধন টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্দেগে নির্মিত ‘ডিসি লেকের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পার্কের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে ডিসি লেকের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথি লেকটি ঘুরে দেখেন।

লেকের মধ্যে ভাসমান মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শফিউল আলম বলেন, ‘দৃষ্টি নন্দন এই পার্কের মতোই পুরো দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আশাকরি টাঙ্গাইলবাসীও আমাদের পাশে থেকে দেশ গঠণে অগ্রণী ভূমিকা রাখবে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাগরপুর-দেলদুয়ার আসনের সাংসদ আব্দুল বাতেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনোয়ারা বেগম, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ।

শহরের প্রাণকেন্দ্রের কালেক্টরেট (ডিসি) লেকটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়েছিল। ৩৩ দশমিক ৪৫ একর লেকটির প্রধান অংশকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী গত বছরের মাঝামাঝিতে শুরু হয় পার্ক তৈরির মূল কাজ। এর জন্য বরাদ্দ দেওয়া হয় দুই কোটি ৯১ লাখ ৯৫ হাজার টাকা। লেকটির সংস্কার করে লেকের মাঝে একটি ভাসমান মঞ্চ তৈরি করা হয়েছে। চারপাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা, পশু-পাখির প্রতিকৃতি বসানো হয়েছে। লেকের মাঝে বোট এবং শিশুদের জন্য বিভিন্ন রাইড দিয়ে লেকের পাশেই তৈরি করা হয়েছে একটি শিশুপার্ক।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা