X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রেস্টুরেন্টে ভাঙচুর- কর্মচারীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

শাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ০৪:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০৫:১২

রেস্টুরেন্টে ভাঙচুর চালায় ছাত্রলগের কর্মীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু সদস্য রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শাবির প্রধান ফটকের সামনে গোলাবী রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে ছাত্রলীগের কর্মীরা।

শনিবার রাত পৌনে ৯টার দিকে  ব্যবসায়ীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আধা ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।

পরে শাবি প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।  এসময় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগ করেন,  শাবি শাখা ছাত্রলীগের কিছু সদস্য রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করেছেন।

এরপর শাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা হামলার অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।’

সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন (রাজু), সহ-সম্পাদক প্রিতম দাশ জনি, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অসীম বিশ্বাস ও সদস্য উজ্জল সাহাসহ ৪-৫ জন মিলে ওই রেস্টুরেন্টে হামলা চালান। এতে আলমগীর ও মুস্তাকিম নামে রেস্টুরেন্টের  দুই কর্মচারী আহত হন।তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা বেশির ভাগ সময় বাকি খেয়ে টাকা দেয় না। সে কারণে শনিবার বাকি না দেওয়ার কথা বলায় তারা হামলা করেছে। রেস্টুরেন্টে ভাঙচুর ও কর্মচারীদের আহত করেছেন।’

এর আগে বিকালে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘বিষয়টি মিটমাট হয়ে গেছে।’ পরে রাত ৯ টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা