X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
আজ বিশ্ব এইডস দিবস

এইডস আক্রান্তের ঝুঁকিতে যক্ষা রোগীরা

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ০২:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০২:১৪

এইডস যক্ষা রোগীরা এইচআইভি/এইডস আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন। খুলনায় ইতোমধ্যেই ৩ জন যক্ষা রোগীর রক্তে এইচআইভি/এইড জীবাণু পাওয়া গেছে। সচেতনতার অভাবে খুলনা অঞ্চলে এইচআইভি/এইডসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর খুলনায় এইডস আক্রান্ত হয়েছে ৫১ জন। এর মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ২১ জন (ছেলে ও মেয়ে শিশু আছে ১০ জন)।

আক্রান্তদের মধ্যে রয়েছে মহানগরীতে ১০ জন এবং ৯ উপজেলায় ১০ জন (পুরুষ, মহিলা ও শিশু)।

মুক্ত আকাশ বাংলাদেশ খুলনা মেডিক্যাল কলেজ শাখা এইচটিসি কাউন্সিলর ও কাম এডমিনিস্টর আবু মো. আলী জাভেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে যক্ষা আক্রান্ত রোগীর শরীরে এইচআইভি/এইডস জীবাণু পাওয়া যাচ্ছে। যক্ষার জীবাণু ও এইচআইভি/এইডস জীবাণুর চরিত্র প্রায় একই। এ কারণে যক্ষা আক্রান্তদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি এইচআইভি/এইডস জীবাণু সম্পর্কে জানার জন্য রক্ত পরীক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার এ শাখা থেকে ২০১৫ থেকে চলতি বছরের ভেম্বর পর্যন্ত ৩৭৫ জনকে এইচআইভি/এইডস টেস্ট করানোর পর ৩৭ জন শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জন মহিলা, মেয়ে শিশু ২, পুরুষ ১৭ ও ছেলে শিশু ৪ জন রয়েছে। এর মধ্যে মারা গেছে ৫ জন। তারা নড়াইল, সাতক্ষীরা ও যশোর এলাকার বাসিন্দা।’

মুক্ত আকাশ বাংলাদেশ কো-অর্ডিনেটর রেহানা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ৪ জন ও মহিলা ২ জন। খুলনায় মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ৬৯ জন।’

তিনি আরও বলেন, ‘এইচআইভি/এইডস আক্রান্তদের মধ্যে ২৬ নভেম্বর শার্শা উপজেলার বাসিন্দা এক মহিলা মারা গেছেন। তিনি দীর্ঘদিন ভারতে বসাবস করছিলেন। বাংলাদেশ আসার পর তার শরীরে এইডস ধরা পরে।’

খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘খুলনায় নতুন এইচআইভি/এইডস আক্রান্তর সংখ্যা ৫১ জন। ২০১৫ সালে আক্রান্তর সংখ্যা ছিল ২৫ জন।’ 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এক জরিপে উল্লেখ করা হয়েছে, ভারতের ৫১ লাখ ব্যক্তি এইচআইভি জীবাণু বহন করছে। ভারত থেকে প্রতিদিন এক হাজার ট্রাক বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করে। এই ট্রাক ড্রাইভারদের একটা অংশ এইচআইভি জীবাণু বহন করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে