X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইসি প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করবে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫

সেলিনা হায়াৎ আইভীর দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ সেনা মোতায়েনের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘সবাই নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। কারও কোনও সমস্যা হচ্ছে না। তাই দয়া করে সেনা মেতায়েনের কথা বলে নির্বাচনকে বিতর্কিত করবেন না। আমি তো সেনা মোতায়েনে না করিনি। তবে ইসি প্রয়োজন মনে করলে সেনা মোতায়েন করবে। শনিবার (১০ ডিসেম্বর) নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘মেয়র নির্বাচিত হলে এলাকার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করব।’ তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। এ  বিজয়ে শেখ হাসিনার বিজয় ঘটবে। আমি আগে যেসব কাজ শেষ করতে পারিনি, ভবিষ্যতে সেগুলো শেষ করব। প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন।  দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে জয়ী হয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেব।’

দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক ফুটবলারদের সঙ্গে নিয়ে প্রচারণার সময়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বলেন, ‘সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সম্পর্কে কিছুই জানেন না। নারায়গঞ্জের নদী, খাল, বিল সম্পর্কে কিছুই জানেন না। তিনি এই জেলার বাসিন্দাও নন। তিনি সিএস পর্চা, আরএস পর্চার কিছুই বোঝেন না।’ এ সময় আইভী তার প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সমালোচনা করেন।  

এলাকার ‍উন্নয়ন প্রসঙ্গে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের কেমন উন্নয়ন হয়েছে, তা আপনারা দেখতে পারছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই। নারায়ণগঞ্জে আমি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি। আমি কারও একার জন্য উন্নয়ন করিনি। তাই দল-মত নির্বিশেষে সবাই আমাকে জয়ী করবেন বলে আশা করছি।’

দিনব্যাপী নির্বাচনি প্রচারণাকা ও গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জাকের পার্টি লুৎফর রহমান খোকন, মহানগর সভাপতি নারায়ণগঞ্জ জাকের পার্টি হেলাল উদ্দিন ভূইয়া বাদল ও উমর ফারুক, মহানগর সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জাকের পার্টি নাছির আহম্মেদ নাজ্জুম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. সাদেকেুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদু, আতাউর রহমান, মজিবুর রহমান প্রধান, বশির আহামেদ প্রমুখ।

/টিআর/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের