X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিলেটে তরুণীর ওপর হামলার ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:০৫

সিলেট প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জে ঝুমা বেগম ওরফে সুমার ওপর হামলার ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) রাতে জকিগঞ্জ থানায় ভিক্টিমের মা করিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করছেন।
এদিকে সুমা কোন কলেজের শিক্ষার্থী তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ ও স্থানীয়দের মধ্যে। সুমার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে ইলেক্ট্রিশিয়ান বাহার উদ্দিনকে। এছাড়া এ মামলায় আরও ৩/৪জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার।
তিনি জানান, সুমার পরিবার একেক সময়ে একেক কথা বলছে। তারা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি সে কোন কলেজের শিক্ষার্থী। পুলিশ এ বিষয়ে খোঁজ নিয়ে কোনও তথ্য পায়নি। মামলার ব্যাপারে সুমার পরিবারের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পুলিশ নিজ উদ্যোগে মামলা লিখে হাসপাতালে গিয়ে সুমার মায়ের টিপসই নিয়ে এসেছে।পুলিশ হামলাকারী বাহারকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়েছে।’
জকিগঞ্জ ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, হামলার শিকার সুমা তার কলেজের শিক্ষার্থী নয়। এ বিষয়ে মেয়েটির বাবার কাছেও জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।
জকিগঞ্জ উপজেলার ৯নম্বর মানিকপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদির জানান, ‘গত বছর সুমা পূর্ব ইছামিত মাদ্রাসা থেকে এসএসসি পাস করার পর, এ বছরের প্রথম দিকে সে বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে  ভর্তি ফরম পূরণ করে। কিন্তু পরে সে টাকার অভাবে  কলেজে ভর্তি হতে পারেনি।’

প্রসঙ্গত, রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে সিলেটের জকিগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে কালীগঞ্জ বাজারে ঝুমা ওরফে সুমাকে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন।আহত সুমাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপিএইচ/ 
আরও পড়ুন: 
সিলেটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম




 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা