X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা মামলার আসামিদের গ্রেফতারে স্বস্তিতে আ.লীগের স্থানীয় নেতাকর্মীরা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৭

গাইবান্ধার নিহত এমপি মনজুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিদের গ্রেফতারে স্বস্তি ফিরেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। তারা দাবি করছেন, খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করা হোক।
সুন্দরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটন হত্যা মামলার খুনিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। হত্যাকারীদের সঙ্গে অন্য কারও যোগসূত্র আছে কিনা, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।’
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ বলেন, ‘লিটন হত্যার ঘটনার প্রায় দুই মাস পর খুনিরা শনাক্ত হয়েছে ও ধরা পড়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাও জানা গেছে।’ তিনি বলেন, ‘ক্ষমতার লোভেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে পারিবারিক ও দলীয় কোনও কোন্দল নেই, সেটাও স্পষ্ট হয়েছে। এটাই আমাদের স্তস্তির কারণ।’
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিটন হত্যায় জামায়াত-শিবির, পারিবারিক দ্বন্দ্ব ও দলীয় কোন্দলের অভিযোগ উঠেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এমপি লিটনের হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করেছে, এর কারণও তারা জানিয়েছে। এখন দ্রুত খুনিদের বিচার করতে হবে।’
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার দেড় মাসেরও বেশি সময় পর গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) লিটন হত্যার মূল হোতা সন্দেহে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই হত্যাকাণ্ডে জড়িত ডা. কাদেরের গাড়িচালক, এক ভাতিজা, কাজের ছেলে ও রানা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চার জনের সবাই এরই মধ্যে এমপি লিটন হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন-

এমপি লিটন হত্যা মামলা: আসামি রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

‘ফের এমপি হওয়ার লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

/এমডিপি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে