X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন: প্রচারণায় উৎসবের আমেজ

কুমিল্লা প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ২৩:৩৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ২৩:৪৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার বাকি আছে আর ছয় দিন। আর সে কারণেই নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনে দুই মেয়র ও ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ছুটে বেড়াচ্ছেন নগরীর ২৭টি ওয়ার্ডে। এদের মধ্যে মেয়র পদের দুই প্রার্থীর পক্ষে প্রচারণাকে জমজমাট করে তুলেছেন দুই দলের শীর্ষ কেন্দ্রীয় নেতারা।
কুসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সীমার প্রচারণা গত কয়েকদিনের মতো বুধবারেও (২২ মার্চ) প্রচারণা অব্যাহত রেখেছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। সকাল ৯টায় নগরীর ২২ নং ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তিনি শুরু করেন বুধবারের প্রচারণা। এসময় তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সভা করেন। পরে দুপুরে প্রচারণা চালান ২৩নং ওয়ার্ডে। এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজে স্বাচিপের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বিকালে গণসংযোগ করেন ২৪নং ওয়ার্ডে।
সীমার সঙ্গে সারাদিনের প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবেও গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সীমার পক্ষে।
কুসিক নির্বাচনের প্রচারণায় বিএনপি প্রার্থী সাক্কু এদিকে, সীমার মতোই বুধবার সারাদিন প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তিনি শুরু করেন এদিনের প্রচারণা। এরপর তিনি যান ১৫ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাটাবিল, বালুধুম, প্রফেসর পাড়া, গদারমার কলোনিসহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। পরে বিকালে গণসংযোগ চালান নগরীর সদর দক্ষিণ উপজেলার ১৯ নং ওয়ার্ডে। এসময় স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করেন সাক্কু।
কুসিক নির্বাচনে বিএনপির এই প্রার্থীর সঙ্গেও প্রচারণা ও গণসংযোগে দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারাও পৃথক পৃথকভাবে প্রচারণা চালিয়েছেন সাক্কুর পক্ষে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে